10 to 12 hours bowling everyday at NCA helped make stunning comeback, says Ravindra Jadeja

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের হয়ে খেলার তাগিদ, ফের একবার বাইশ গজে পারফর্ম করার তাগিদ থাকলেই মনে মানুষ এমন পাগলামি করে! যেমনটা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) করেছেন। পুরনো দাপট বজায় রেখে ফিরে আসার জন্য গত কয়েক মাসের প্রতিটি দিন গড়ে ১০-১২ ঘন্টা বোলিং করতেন! অনেকের কাছে এটা অবিশ্বাস্য বলে মনে হলেও, এটাই সত্যি। 

প্রায় পাঁচ মাস পরে কামব্যাক করেই জাড্ডু তুলে নিয়েছেন ৪৭ রানে ৫ উইকেট। তাঁর ‘ফাইভস্টার’ পারফরম্যান্সের জন্যই অস্ট্রেলিয়াকে (Australia) মাত্র ১৭৭ রানে গুটিয়ে, বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টেই চালকের আসনে টিম ইন্ডিয়া (Team India)। সেটা সবাই দেখেছেন। তবে জাদেজার লড়াই কিন্তু সবাই দেখেননি। 

সেটা মনে করিয়ে প্রথম দিনের শেষে জাদেজা বলেন, “যেভাবে বোলিং করেছি, তাতে আমি খুবই খুশি। চোট সারিয়ে পাঁচ মাস পর টেস্ট ক্রিকেট খেলা খুবই কঠিন। তবে আমি নিজের বোলিং উপভোগ করি। আর তাই এমন পারফরম্যান্স করতে পারলাম। অবশ্য এখানে ফিটনেসও বড় ভূমিকা নিয়েছিল। প্রতিদিন অন্তত ১০-১২ ঘণ্টা বোলিং করতাম। সেইজন্য আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল।” 

আরও পড়ুন: Ranji Trophy Semi Final 2023, BEN vs MP: মনোজ-অভিষেকের দাপটের পর পেসারদের জোড়া ধাক্কায় ব্যাকফুটে মধ্যপ্রদেশ

আরও পড়ুন: Usman Khawaja Out, BGT 2023: উসমান খোয়াজার আউট বিতর্ক নিয়ে রবি শাস্ত্রী-মার্ক ওয়ার লেগে গেল

অজিদের বিরুদ্ধে খেলতে নামার আগে জাদেজাকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। সৌরাষ্ট্রের হয়ে সেই ম্যাচে নেমেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্র হারলেও, নজর কেড়েছিলেন জাদেজা। দুই ইনিংসে মোট ৪১ ওভার হাত ঘুরিয়ে ১০১ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। 

ঘরোয়া ক্রিকেটের সেই ম্যাচই যে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছিল। সেটাও মেনে নিলেন এই তারকা। স্যর জাদেজার প্রতিক্রিয়া, “সেই রঞ্জি ম্যাচে প্রায় ৪২ বল করার পর থেকে আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই ম্যাচ খেলার জন্য খোলা মনে এই টেস্ট খেলতে নেমেছিলাম।” 

এদিন মার্নাস লাবুশান ও স্টিভ স্মিথকে আউট করে অজিদের ব্যাটিংকেই শেষ করে দেন জাদেজা। ফলে বাকি তিন ব্যাটারকে ফেরাতে বেশি বেগ পেতে হয়নি। নিজের বোলিং ও পিচের চরিত্র নিয়ে জাদেজা বলেন, “এই পিচে বিন্ধুমাত্র বাউন্স নেই। তাই উইকেট লক্ষ্য করে বোলিং করেছি। আর এতেই মিলেছে সাফল্য।” 

পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে জাদেজা বুঝিয়ে দিলেন যে, তিনি যে কোনও ফরম্যাটেই আজও ভারতের ‘রকস্টার’। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে গেল অস্ট্রেলিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)