বিশ্বজুড়ে চলছে ভালোবাসার উৎসব। সমস্ত প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসাকে আরও মধুর ও স্মরণীয় করে তুলতে একে অপরকে দিয়ে থাকে চকলেট। এবারে চকলেট দিবস পড়েছে বৃহস্পতিবার। কীভাবে আপনি আপনার এই দিনটিকে করে তুলবেন রোমান্সে ভরপুর– রইল সেই তথ্য।
ভ্যালেন্টাইনস ডে সপ্তাহের জন্যই কপলরা এই মাসের অপেক্ষা করে। ভ্যালেন্টাইনস উইক, যা প্রেম সপ্তাহ বা রোমান্স সপ্তাহ নামেও আমরা জানি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসের আগে, রোজ ডে, প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে এবং কিস ডে সেলিব্রেট করে প্রেমিক প্রেমিকারা। এবং প্রতিটি দিনকে করে তোলে ভালোবাসায় পূর্ণ। এই সময় প্রেমিক প্রেমিকারা ফুল পাঠায়, কার্ড পাঠায়, দেয় নানা ধরনেরর চকলেট এবং সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।
আপনি যদি আপনার কাজের মাঝে এই এক একটি দিন ভুলে যান তাহলে খুব বিপদ। তবে চিন্তা করার কোনও দরকার নেই। আমরা আপনার ভালোবাসা, আবেগের কথা মাথায় রেখে একটা লিস্ট আপনার জন্য আপনার জন্য বানিয়ে দিলাম। যা আপনার সঙ্গীকে খুশি করতে কাজে লাগবে।
দিন দিনের নাম ভ্যালেন্টাইন্স উইক ২০২৩ তালিকা
দিন – ১) রোজ ডে ৭ ফেব্রুয়ারি, ২০২৩
দিন – ২) প্রোপোজ ডে ৮ ফেব্রুয়ারি, ২০২৩
দিন – ৩) চকলেট ডে ৯ ফেব্রুয়ারি, ২০২৩
দিন – ৪) টেডি ডে ১০ ফেব্রুয়ারি, ২০২৩
দিন – ৫) প্রমিস ডে ১১ ফেব্রুয়ারি, ২০২৩
দিন – ৬) হাগ ডে ১২ ফেব্রুয়ারি, ২০২৩
দিন – ৭) কিস ডে ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
দিন – ৮) ভ্যালেন্টাইনস ডে ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিন হবে ৯ ফ্রেব্রুয়ারি, মানে চকলেটি ডে, আপনার পার্টনারকে আপনার রোমান্টিক স্টাইলে উপহার দিন চকলেটের ঝুড়ি। প্ল্যান করুন তাকে নিয়ে বেড়ানোর আর দূর করুন আপনার সম্পর্কের সমস্ত তিক্ততা। একটা চকলেট দিয়ে বলে ফেলতে পারেন আপনার মনের কথা।