আবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। একদিকে অনুরোধ অন্যদিকে কড়া ভাষায় নিশানা করেছেন তিনি। বৃহস্পতিবার cর পাঁচলায় একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে এসে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র এবং এখানে শিল্পের পরিবেশ নষ্ট করেছে বামেরা বলে সুর সপ্তমে চড়ান মুখ্যমন্ত্রী।
এদিন একাধিক ইস্যুতে আবার একবার কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। তবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে এদিনও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি। গরিব লোকের টাকা দেয়নি কেন্দ্র। আবাস যোজনা প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। ১১ লক্ষ বাড়ির টাকা পড়ে আছে দেওয়া হয়নি। গরিবের টাকা মারবেন না, অনুরোধ করছি। ফুড সাবসিডির টাকা কেটে দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যের টাকা কেটে নিয়েছে। রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। অথচ রাজ্যের প্রাপ্য দিচ্ছে না। এলআইসি, ব্যাঙ্কের টাকা আদার ব্যাপারীর ঘরে চলে যাচ্ছে। আমার বাড়ি, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছে না। গ্রামীণ রাস্তা তৈরির টাকা কেন্দ্র দিচ্ছে না।’
এদিকে হাওড়া জেলার ইতিহাসের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর অভিযোগ, শিল্পের পরিবেশ নষ্ট করার জন্য দায়ী বামেরা। প্রাচ্যের ম্যানচেস্টার হাওড়া ছিল শিল্পের পুণ্যভূমি। কিন্তু বাম জমানায় সেই পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়েছে। তাই রাজ্য সরকার নিজে এই জেলায় শিল্পবিকাশের জন্য মোটা অঙ্কের বিনিয়োগ করা হয়েছে। তাঁর কথায়, ‘হাওড়ায় শিল্পে জোয়ার এসেছে। শুধু এই জেলাতেই ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ৬৭ হাজার মানুষের কর্মসংস্থান ইতিমধ্যেই হয়েছে। আরও ২০ হাজার কাজের সংস্থান হবে। হাওড়া জেলাকে এমএসএমই হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হয়েছে।’
অন্যদিকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘কেন্দ্র শুধু ঢাক পিটিয়ে নিজের প্রচার করছে। আর গরিবের অন্ন কেড়ে নেয়। বাংলা ভাগ করতে দেব না। দাঙ্গাকারীদের মদত দেবেন না। গালাগাল দিলে আমি আরও কাজ করব। তাই অনুরোধ করছি গরিবের টাকা মারবেন না।’ তিনি জানান, পশু চিকিৎসায় দুয়ারে অ্যাম্বুলেন্স প্রকল্প চালু করা হয়েছে। কোনা এক্সপ্রেক্স ওয়েতে যানজট এড়াতে সেতু তৈরি করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup