Ravindra Jadeja and Mohammed Siraj caught in ball tampering! Aussie media cries foul, video viral

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে বল পড়ার আগেই শুরু হয়েছিল পিচ বিতর্ক। এমনকি চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম দিন ডিআরএস (DRS) নিয়ে সরগরম হয়ে ওঠে। এবার আরও বড় বিতর্ক সামনে এল। অস্ট্রেলিয়ার (Australia) অন্যতম সংবাদ মাধ্যম ‘ফক্স ক্রিকেট’-এর (Fox Cricket) দাবি, মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সাহায্য নিয়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নাকি বল বিকৃতি করেছেন। এই ইস্যু নিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। আইসিসি (ICC) কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) এমন কোনও দাবি করেনি। যদিও বিষয়টি যেহেতু স্পর্শকাতর, তাই বিসিসিআই (BCCI) ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে মন্তব্য করেছে। 

সেই সময় অস্ট্রেলিয়া ১২০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়াতে সেই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জাদেজা। সেই সময় সাইডলাইন থেকে দৌড়ে আসেন সিরাজ। তাঁর হাতে কিছু ক্রিম ছিল। সেই ক্রিমটা নিজের বাম হাতের তর্জনিতে লাগিয়ে নেন জাদেজা। এরপর তিনি বল স্পিন করতে থাকেন। এই ভিডিয়োটা সামনে আসার পর অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের পক্ষ থেকে তৈরি করা হয়েছে বিতর্ক। তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বল বিকৃতি করছেন জাদেজা! যদিও বিসিসিআই-এর তরফ থেকে বলা হয়েছে, “জাদেজার অনেক ওভার বল করার জন্য বাঁহাতে আঙুলে চোট পেয়েছিল। সেইজন্য ব্যথা কমানোর মলম নিয়েছিল। এখানে বল বিকৃতির কোনও জায়গা নেই।’ 

আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: ক্যাচ ফেলতেই কোহলির দক্ষতা নিয়ে ‘বিরাট’ খোঁচা দিলেন মার্ক ওয়া

আরও পড়ুন: Usman Khawaja Out, BGT 2023: উসমান খোয়াজার আউট বিতর্ক নিয়ে রবি শাস্ত্রী-মার্ক ওয়ার লেগে গেল

এরমধ্যে একজন নেটিজেন আবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইনকে (Tim Paine) সেই ভিডিয়ো ট্যাগ করে দেন। প্রাক্তন উইকেটকিপার জবাবে লিখেছেন, ‘ইন্টারেস্টিং!’ এমনকি এই ইস্যুতে ঢুকে গেলেন মাইকেল ভনও (Michael Vaughan)। তিনি টুইটারে ভারতীয় দল ও জাদেজাকে কটাক্ষ করলেন।  এক নেটিজেন এই ভিডিয়োটি পোস্ট করে ট্যাগ করেন টিম পেইনকে। টিম পেইন এই ভিডিয়োর উত্তরে লেখেন, ‘ইন্টারেস্টিং’! যদিও সেই টুইট পরে মুছে দেন টিম পেইন। অন্যদিকে মাইকেল ভন টুইটে লিখেছেন, ‘ও ওর স্পিনিং আঙুলে কী লাগাচ্ছে? এ রকম কিছু কখনও দেখিনি।’  

বল বিকৃতিতে যদি কোনও দলের নাম সবথেকে বেশি আসে তাহলে সেটা অস্ট্রেলিয়া। সোশাল মিডিয়ায় একাধিক মিম পোস্ট হয়। যেখানে দেওয়া থাকে শিরিষ কাগজের ছবি। আর নিচে লেখা থাকে অস্ট্রেলিয়ার স্পিনারদের স্টার্টার প্যাক। ২০১৮ সালের বিতর্কিত ‘স্যান্ডপেপার’ কান্ডে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরুন ব্যানক্রফট জড়িয়ে ছিলেন। পরে এই তিন ক্রিকেটারকে নির্বাসনে পাঠিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান দলের দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় ম্যাচে, ক্যামেরন ব্যানক্রফট বলের উপর কিছু ঘষার সময়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন। ব্যানক্রফটের হাতে টেপ ছিল যা বলের পৃষ্ঠকে নষ্ট করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ম্যাচের পর স্বীকার করেছিলেন যে, দল ইচ্ছাকৃত ভাবে রিভার্স সুইং পেতে বল ট্যাম্পার করেছে। এটা ছিল তাঁর দলের গেম-প্ল্যানের অংশ। এর পর শাস্তিও হয় স্মিথদের। সেই দেশের প্রচারমাধ্যম এখন জাদেজা ও সিরাজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন! যদিও বিসিসিআই সব দাবি উড়িয়ে দিল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)