Suvendu-Abhishek: শুভেন্দু–অভিষেকের পরপর জনসভা, জেলাজুড়ে গর্জন শুনবে দুই যুযুধানের

তাতে আরও চাপে পড়ে গিয়েছে বিজেপি বলেই এখন জেলায় যেতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। যদিও অভিষেকের জনসভার নির্ঘণ্ট আগে থেকেই স্থির হয়েছিল। রাজ্যের নানা জেলায় তিনি সভা করে চলেছেন। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সুমন দল ছাড়ায় শুভেন্দু সেখানে ঝটিকা সফরে যাচ্ছেন ড্যামেজ কন্ট্রোলে।