Updated: 09 Feb 2023, 04:32 PM IST
Sanket Dhar
Teddy Day 2023 Know the best place to buy teddy at cheapest cost: ভ্যালেনটাইনস সপ্তাহে এক একদিন এক একটি ডে। এগুলির মধ্যে টেডি ডে ১০ ফেব্রুয়ারি। তার আগে কেমন রমরমা টেডির বাজারে। কলকাতার বাজার ঘুরে টেডির দর করল HT Bangla
1/6 করোনার প্রকোপ অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। গতবছরের এই সময় কেনাকাটায় বেশ মন্দা থাকলেও এই বছর বেশ আশাবাদী ব্যবসায়ীরা। এই বছরের ভ্যালেনটাইন সপ্তাহ তাই ব্যবসায়ীদের জন্য স্পেশাল। (Freepik)
2/6 প্রিয়জনের জন্য উপহার হলেও অনেককেই বাজেটের মধ্যে টেডি কিনতে হয়। তাই একটু সস্তা হলে বেশ উপকারই হয়। কলকাতার বড়বাজারে তুলনায় অনেকটা সস্তায় পাবেন ১০ ফেব্রুয়ারির উপহার। কিন্তু কেনার সময় খেয়াল রাখতে হবে কিছু কথা। (Freepik)
3/6 বড়বাজার এলাকার ক্যানিং স্ট্রিটে গেলেই পাবেন সারবাঁধা টেডি বেয়ারের দোকান। এছাড়া ফুটপাতেও রয়েছে অনেক দোকান। এই মরশুমে খেলনার দোকানেও সাজানো রয়েছে টেডি বেয়ার। শুধু দরদাম করে কিনতে হবে আপনাকে (Freepik)
4/6 এক ফিট থেকে পাঁচ ফিট নানা আকারের টেডি বেয়ারের দাম রয়েছে গড়ে ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে।এর থেকে তুলনায় বড় টেডিগুলির দাম ১৫০০ টাকার কাছাকাছি। কেনার সময় দাম বেশি নেওয়ার প্রবণতা থাকে অনেকেরই। সে বিষয়ে সচেতন থাকুন। (Freepik)
5/6 কলেজ পড়ুয়া প্রবীর মন্ডলের কথায়, ‘তিন ফিটের টেডি বেয়ার এক বিক্রেতা ৬০০ টাকা দাম হেঁকেছিল। আদতে এমন টেডির দাম ৫০০এর কমই হয় বলে জানি। প্রায় ১০ মিনিট দরাদরির পর ৪০০ টাকায় রফা করলাম!’ (Freepik)
6/6 টেডি কেনার পর দেখে নিন তাতে কোনও খুঁত (ডিফেক্ট) রয়েছে কিনা। দোকানে দাঁড়িয়ে পরখ করে খুঁত পেলে সঙ্গে সঙ্গে বদলে নিন। নয়তো পরে অসুবিধায় পড়তে হতে পারে। তাছাড়া প্রিয়জনকে ক্রুটিপূর্ণ জিনিস দিলে মনটাও খুঁতখুঁত করে। (Freepik)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে