‘এখানে পরিবারের সদস্য হিসাবে এসেছি’, দাউদি বোহরা মুসলিম সমাজের অনুষ্ঠানে পৌঁছে মোদী আরও যা বললেন

মুম্বইতে দাউদি বোহরা মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যও রাখেন তিনি। উল্লেখ্য, মায়ানগরী মুম্বইতে বেশ প্রভাব রয়েছে এই বোহরা মুসলিম সম্প্রদায়ের মানুষের। সামনেই মুম্বইতে রয়েছে পুরসভা ভোট। তার আগে মোদীর এই অনুষ্ঠানে যোগদান রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুম্বইতে মুসলিমদের এই সম্প্রদায়ের প্রধান সইদেনা মুফদ্দল সাইফুদ্দিনের হাত ধরে প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠানভবনে প্রবেশ করলেন। আলদজামিয়া-তস-সইফিয়ার এই নতুন ক্যাম্পাসের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। উল্লেখ্য দাউদিয়া মুসলিমদের মুখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলদজামিয়া-তস-সইফিয়া। আর সেখানেই তৈরি হতে চলেছে নতুন ক্যাম্পাস। মুম্বইয়ের অন্ধেরির মরোলে এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন,’আমি সায়েদানা সাহেবের পরিবারকে অনেকদিন ধরে চিনি। আমি এখানে প্রধানমন্ত্রী হিসাবে নই, বরং পরিবারের সদস্য হিসাবে এসেছি। ১৫০ বছরের পুরনো এক স্বপ্নকে আপনি সত্যি করেছেন এই প্রতিষ্ঠান তৈরি করে।’ 

প্রসঙ্গত, মুম্বইয়ের এই শিক্ষা প্রতিষ্ঠানে দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতিকে ধরে রাখার এক প্রয়াস রয়েছে। সেই সংস্কৃতি অনুযায়ী বিশেষ শিক্ষাদান করা হয় এই প্রতিষ্ঠানে। প্রধানমন্ত্রী ‘অভূতপূর্ব আস্থার পরিবেশ’ বলে উল্লেখ করেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে। কার্যত সংসদের ভাষণের সুরে এদিনও প্রধানমন্ত্রী কংগ্রেসের নাম না করে, বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালে দেশে মাত্র ১৪৫ টি মেডিক্যাল কলেজ উঠে এসেছে। আর তাঁর সরকারের আমলে ২০১৪ থেকে আজ পর্যন্ত ২৬০ টি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলে,’গত আট বছরে দেশে প্রতি সপ্তাহে একটি বিশ্ববিদ্যালয় ও দুটি কলেজ খোলা হয়েছে।’ প্রসঙ্গত, এক মাসের অন্দরে এই সফর মোদীর মুম্বইতে দ্বিতীয় সফর। প্রসঙ্গত, সামনেই রয়েছে পুরভোট। সেখানে শিবসেনার উদ্ধব শিবিরের সঙ্গে জোটে রয়েছে কংগ্রেস, এনসিপি। আর তাদের ছাপিয়ে মুম্বই জুড়ে দাপট দেখানোর হাতছানি রয়েছে শিন্ডে-ফড়নবীশদের। তারই মাঝে নরেন্দ্র মোদীর সফর বেশ প্রাসঙ্গিক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup