প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ৯ ফেব্রুয়ারি ২০২৩
টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেল লাইনের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেললাইনের নির্মাণ কাজ শেষে রেললাইনটি চালু হাওয়ায় জয়দেবপুর থেকে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি মুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেল লাইনটি ভারতীয় এলওসি’র অর্থায়নে নির্মাণ কাজ চলমান রয়েছে। এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত মোট ৪২ কিলোমিটারের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার ডাবল রেললাইনের কাজ শেষে আজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯) ফেব্রুয়ারি দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে জয়দেবপুর-টঙ্গী ডাবল লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডাবল লাইনের উদ্বোধনের ফলে ঢাকা-থেকে জয়দেবপুর যাতায়াত কারীদের সিগনাল ভোগান্তিতে পড়তে হবে না। এ রেল পথের উদ্বোধনের পর সারাদেশেরই যাত্রীদের ভোগান্তি কমবে বলে জানিয়েছেন।
শাকিল/সাএ