সিরিয়ায় শুকনো খাবার ও ওষুধসহ ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ছবিঃ সংগৃহীত

গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম ভূমিকম্পে কার্যত তছনছ হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল; কিন্তু প্রায় ৫ দিন আগে ঘটা এই দুর্যোগের পর তুরস্কে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ পুরোদমে শুরু হলেও প্রতিবেশী দেশ সিরিয়ার পরিস্থিতি ভয়াবহ। এমন পরিস্থিতিতে  সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান সিরিয়ায় পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানটি বাংলাদেশ থেকে শুক্রবার সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে। এতে বড়-ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার ও ওষুধ পাঠানো হবে। এই মিশনের নেতৃত্ব দেবেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের ফলে সেখানে খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে।

রেজানুল/সা.এ