Updated: 10 Feb 2023, 09:39 PM IST
Soumick Majumdar
বাণিজ্য সম্মেলনে তিনি ব্যাখা করে বলেন, ‘প্রচেষ্টার মাধ্যমে যে শুধুই আমাদের ব্যবসার বৃদ্ধি হচ্ছে, তাই নয়। এর ফলে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলিকেও আমরা বৃদ্ধি করতে পারছি। এর ফলে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। উত্তরপ্রদেশে এভাবেই রিলায়েন্স ‘জি জান সে(মন-প্রাণ দিয়ে)’ কাজ করতে থাকবে।’
1/5 শুক্রবার বড়সড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি জানালেন, তাঁর গোষ্ঠী উত্তরপ্রদেশে প্রায় ৭৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে। আগামী ৪ বছর ধরে এই বিপুল টাকা বিনিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ হবে? ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5 শুক্রবার লখনউতে উত্তরপ্রদেশ গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেন মুকেশ আম্বানি। সেখানেই তিনি জানান, টেলিকম, রিটেল এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি উত্পাদন ক্ষেত্রে নয়া ব্যবসা গড়ে তুলতে এই মূলধন বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিড লিমিটেড। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5 বাণিজ্য সম্মেলনে তিনি ব্যাখা করে বলেন, ‘প্রচেষ্টার মাধ্যমে যে শুধুই আমাদের ব্যবসার বৃদ্ধি হচ্ছে, তাই নয়। এর ফলে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলিকেও আমরা বৃদ্ধি করতে পারছি। এর ফলে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। উত্তরপ্রদেশে এভাবেই রিলায়েন্স ‘জি জান সে(মন-প্রাণ দিয়ে)’ কাজ করতে থাকবে।’ ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5 রিলায়েন্স কর্তা জানান, আগামী চার বছর ধরে এই বিনিয়োগের মাধ্যমে উত্তরপ্রদেশে প্রায় ১ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। তবে এই প্রথম এত বড় অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে, এমনটা কিন্তু একেবারেই নয়। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5 এদিন সম্মেলনেই মুকেশ আম্বানি তার হিসাব দেন। তিনি জানান, এখনও পর্যন্ত যোগীরাজ্যে তাঁর সংস্থা প্রায় ৫০,০০০ কোটি টাকার বিনিয়োগ করেছে। এর ফলে সরাসরি প্রায় ৮০,০০০ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফাইল ছবি: এপি (PTI)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে