Asansol Municipal Corporation: পার হতে চলল বছর, আসানসোল পুরসভায় বোর্ড গঠন কবে? মেয়র বলছেন, এ মাসেই হবে

ভোট হয়ে যাওয়ার পর এক বছর কাটতে চললেও এখনও আসানসোল পুরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হয়নি। বিরোধীদের অভিযোগ, বোর্ড গঠন না হওয়ার ফলে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বোর্ড গঠন যে করা যায়নি তা স্বীকার করে নিয়েছে পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ও। কেন, তার কোনও কারণ নিয়ে তিনি ব্যাখ্যা করেননি। তবে এর জন্য যে নাগরিক পরিষেবা যে ব্যাহত হয়েছে তা মানতে নারাজ মেয়র।

গত বছরের ১২ ফেব্রুয়ারি আসানসোল পুরসভায় ভোট হয়। তার পর এক বছর হতে চলল এখনও বোর্ড গঠন করা যায়নি। এ নিয়ে বিজেপি নেত্রী তথা কাউন্সিলর চৈতালি তেওয়ারি একাধিকবার চিঠি দিয়েছেন পুর দফতরকে। কিন্তু সেই চিঠি দেওয়াই সার। এখনও সে কোনও হেলদোল নেই পুর দফতরের। একই অভিযোগ করেছে কংগ্রেসেও। দলের কাউন্সিলর গোলাম সারওয়ার কথা, ‘আমাদের একাধিক বার আশ্বাস সত্ত্বে বরো চেয়ারম্যান থেকে ডেপুটি মেয়র কিছুই নিয়োগ করা হয়নি। ফলে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না।’

প্রসঙ্গত, আসানসোল পুরসভার ১০৬ টি ওয়ার্ড রয়েছে। পুরনিগমের মোট বরোর সংখ্যা ২০। কিন্তু একটি বোরোতেও কোনও চেয়ারম্যান নেই। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দুই ডেপুটি মেয়র হিসাবে অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের নাম প্রস্তাব করেছিলেন। তাঁরা কেউই এখনও শপথ নেননি। ফলে পরিস্থিতি বেশ জটিল হয়েছে। মেয়র শুধু বলেছেন, ‘বিষয়টা দেখছি।’ তাঁর আশ্বাস ফেব্রুয়ারিতেই পূর্ণাঙ্গ বোর্ড গঠন হবে।