IND vs AUS 1st Test: রোহিতের শতরানের পর জাডেজা-অক্ষরের পার্টনারশিপে চালকের আসনে ভারত

<p><strong>নাগপুর:</strong> অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে রবীন্দ্র জাডেজার দুরন্ত বোলিংয়ে ভর করে ভারত এমনিই ম্যাচে এগিয়ে ছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্য়াচে নিজেদের দখল আরও মজবুত করল টিম ইন্ডিয়া। অজিদের হয়ে নিজের অভিষেক ম্যাচে টড মার্ফি পাঁচ উইকেট নিলেও, ভারতের হয়ে এদিন ব্যাট হাতে রোহিত শর্মা দুরন্ত শতরান হাঁকান। দিনের শেষবেলায় অষ্টম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল। সাত উইকেটের বিনিময়ে ৩২১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করল টিম ইন্ডিয়া। <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে।</p>