LIVE News: জগদ্দলে রেললাইনের পাশ থেকে উদ্ধার দুটো তাজা বোমা

জগদ্দলে রেললাইনের পাশ থেকে উদ্ধার দুটো তাজা বোমা

লাইভ আপডেটস

Abhijit Chowdhury

দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

আদানি গোষ্ঠীকে নিয়ে একাধির খবর সামনে আসছে। এদিকে এরই মধ্যে গতকাল টেট-এর চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ হয়েছে। আজ আবার বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে নামবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে শিয়ালদা শাখায় খুব গুরুত্বপূূর্ণ সব রুটে বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। তুরস্কের ভূমিকম্পেও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

10 Feb 2023, 11:45:19 AM IST

কোথায় দেখবেন ফল?

আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। যদি আজ ফলাফল প্রকাশিত হয়, তাহলে পরীক্ষার পাক্কা ৬০ দিনের মাথায় রেজাল্ট ঘোষণা করা হতে চলেছে।

10 Feb 2023, 11:44:50 AM IST

বৃহস্পতিবারই ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশিত হয়েছিল

বৃহস্পতিবার যে ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশিত হয়েছে, সেই উত্তরপত্রের ভিত্তিতেই প্রাথমিক টেটের নম্বর দেওয়া হবে। অর্থাৎ ওই ‘ফাইনাল অ্যানসার কি’ দেখেই বুঝতে পারবেন যে আপনি কত নম্বর পাবেন।

10 Feb 2023, 11:44:08 AM IST

আজ দুপুর ১টার সময় প্রকাশ হতে পারে টেট পরীক্ষার ফলাফল

আজ দুপুর একটায় সাংবাদিক বৈঠক করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংশ্লিষ্ট মহলের ধারণা, তখনই আনুষ্ঠানিকভাবে প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করা হবে।

10 Feb 2023, 11:41:28 AM IST

পুলিশকর্মীদের জন্য নয়া নিয়ম

পুলিশকর্মীদের জন্য একাধিক নয়া নিয়ম জারি লালবাজারের। নয়া নিয়ম অনুযায়ী, দিনের শেষে ডিউটি হস্তান্তর করার সময় নিজের সার্ভিস রিভলবার জমা দিতে হবে পুলিশকর্মীদের। 

10 Feb 2023, 11:39:27 AM IST

গরিয়াহাট কাণ্ডে কোথায় যাচ্ছিল টাকা?

জানা গিয়েছে, যে গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধার হয়েছে সেই গাড়িটি নিশীথ রায় নামে বাঙুর অ্যাভিনিউয়ের এক বাসিন্দার গাড়ি। তিনি পেশায় একজন ব্যবসায়ী। রাতভর লালবাজার সেন্ট্রাল লক-আপে এসটিএফ-এর গোয়েন্দারের জেরায় জানা গিয়েছে, বড়বাজারের কোনও ব্যবসায়ীর কাছে ওই এক কোটি টাকা পাঠানো হচ্ছিল এবং তার জন্য গড়িয়াহাটের মুক্তি ওয়ার্ল্ডের সামনের নির্জন জায়গাকে বেছে নেওয়া হয়েছিল।

10 Feb 2023, 11:38:35 AM IST

গরিয়াহাটে কোটি টাকা উদ্ধার কাণ্ডে গ্রেফতারি বেড়ে তিন

বৃহস্পতিবার গড়িয়াহাট রোডে মুক্তি ওয়ার্ল্ডের পাশেই একটি গাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধারের ঘটনায় এ বার গ্রেফতার হলেন গাড়ির মালিক নিশীথ রায় ৷ তাঁকে ইতিমধ্যেই জেরা শুরু করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল তিনজন।

10 Feb 2023, 11:32:41 AM IST

রেললাইনের পাশ থেকে উদ্ধার তাজা বোমা

জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আতপুর সুন্দিয়া কলোনির বটতলায় রেল লাইনের পাশ থেকে শুক্রবার সকালে দুটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

10 Feb 2023, 10:50:00 AM IST

বিক্রম সাকারিয়া ও সংস্থার অ্যাকাউন্ট্যান্টকে তলব ইডির

নামকরা নির্মাণকারী সংস্থা মালিক বিক্রম সাকারিয়া ও সংস্থার অ্যাকাউন্ট্যান্টকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই ইডি-র দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হার্ড ডিস্ক, কম্পিউটার, অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

10 Feb 2023, 10:48:49 AM IST

ভারতে মিলল লিথিয়ামের খনি

দেশের প্রথম লিথিয়াম খনির খোঁজ মিলল জম্মু ও কাশ্মীরে। কমপক্ষে ৫.৯ মিলিয়ন বা ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। 

10 Feb 2023, 09:32:12 AM IST

SSLV-D2 উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে তিনটি উপগ্রহ পাঠাল ISRO

SSLV-D2 উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে তিনটি উপগ্রহ – EOS-07, Janus-1 এবং AzaadiSAT-2 লঞ্চ করল ইসরো। মহাকাশে ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে এই তিন স্যাটেলাইটকে স্থাপন করতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে SSLV-D2 উৎক্ষেপণ করে ইসরো। 

10 Feb 2023, 08:39:34 AM IST

গড়িয়াহাট থেকে উদ্ধার করা হল প্রায় ১ কোটি টাকা

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে উদ্ধার করা হল প্রায় ১ কোটি টাকা। গড়িয়াহাটে একটি গাড়ি থেকে এই বিপুল নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। টাকার উৎস জানতে চলছে তদন্ত। 

10 Feb 2023, 08:39:34 AM IST

শীঘ্রই প্রকাশিত হতে চলেছে টেট-এর ফল

শীঘ্রই প্রকাশিত হতে চলেছে টেট-এর ফল। বৃহস্পতিবার ২০২২ সালের টেটের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের পরই টেটের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে পর্ষদ।

10 Feb 2023, 08:39:34 AM IST

ফের নিম্নমুখী গ্রাফ আদানির শেয়ারের

ভারতের আদানি গ্রুপের শেয়ারগুলির এখন অবস্থা কেমন? সেই পর্যালোচনাই করছে গ্লোবাল স্টক ইনডেক্স কম্পাইলার MSCI । আর সেই খবরেই ফের একবার লালরেখায় আদানি গোষ্ঠীর শেয়ার দর। 

10 Feb 2023, 08:39:34 AM IST

আদানির সঙ্গে বৈঠক করবে এলআইসি

আদানি গোষ্ঠীর শেয়ার দরে ধস নিয়ে পর্যালোচনা করতে সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবে এলআইসি। উল্লেখ্য, আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় সাড়ে ৩৬ হাজার কোটি টাকার লগ্নি রয়েছে এলআইসি-র।

10 Feb 2023, 08:39:34 AM IST

আদানির কারখানায় আবগারি দফতরের হানা

আদানি উইলমারের একটি কারখানায় পৌঁছে গেলেন আবগারি দফতরের কর্তারা। গতকাল হিমাচল প্রদেশের সোলান জেলায় সংস্থার কারখানায় ঝটিকা অভিযানে রাজ্যের আবগারি আধিকারিকরা। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে মিলেছে এই খবর।

10 Feb 2023, 08:39:34 AM IST

রবিবার আরও লোকাল ট্রেন বাতিল থাকবে

তাছাড়াও রবিবার বাতিল থাকবে ৩১৫১৩, ৩১৫২৫ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল।; ৩১৫১৪, ৩১৫২৮ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল। বাতিল থাকছে ৩১৮১৫ আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল, ৩১৮১৪ ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল; বাতিল থাকবে ৩১৯১৩, ৩১৯১৪ আপ ও ডাউন শিয়ালদা গেদে লোকাল। বাতিল থাকবে ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল।

10 Feb 2023, 08:39:35 AM IST

রবিতেও বাতিল একগুচ্ছ লোকাল

রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার বাতিল থাকছে ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪২৯ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল। বাতিল থাকবে ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬, ৩১৪৩৬ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল। বাতিল থাকবে ৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১৭ আপ শিয়ালদা-রানাঘাট লোকাল। বাতিল থাকবে ৩১৩১৪, ৩১৩১৮, ৩১৩৩০, ৩১৩৩৪ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল। আরও বাতিলের থাকবে ৩১২৩৩, ৩১২৬১ আপ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল। ৩১২৩২, ৩১২৩৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদা লোকাল।

10 Feb 2023, 08:39:35 AM IST

শনিতে বাতিল বহু লোকাল

রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১১ তারিখ নৈহাটি, শান্তিপুর, কল্যাণী সীমান্ত লোকালের মতো অতি ব্যস্ত ট্রেনগুলি চলবে না এই ক’দিন। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার বাতিল থাকছে ৩১৪৪৩ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল, ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল, ৩১৬২৯ আপ শিয়ালদা-রানাঘাট লোকাল, ৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল, ৩১৫৩৯ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল, ৩১৫৪০ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল, ৩১১৯২ আপ কল্যানী সীমান্ত-নৈহাটি লোকাল।

10 Feb 2023, 08:39:35 AM IST

বকেয়া ডিএ মেটানোর দাবিতে শুক্রবার বিধানসভা অভিযান

বকেয়া ডিএ মেটানোর দাবিতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর দুটোয় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েতের পর কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগের জন্য বিধানসভা অভিযান শুরু হবে। সেইসঙ্গে রাজ্যপালকে স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

10 Feb 2023, 08:39:35 AM IST

ভূমিকম্পের জেরে তুরস্ক-সিরিয়ায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। এখনও পর্যন্ত দুই দেশ মিলিয়ে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই।

10 Feb 2023, 08:39:35 AM IST

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুপারিশ সুপ্রিম কলেজিয়ামের

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টি এস শিবগ্ননমের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্টের পাশাপাশি এলাহাবাদ হাইকোর্ট, ছত্তীসগঢ় হাইকোর্ট, গুজরাট হাইকোর্ট ও মণিপুর হাইকোর্টেরও প্রধান বিচারপতিদের নাম সুপারিশ করেছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন সুপ্রিম কলেজিয়াম।

বন্ধ করুন