কলকাতা : ‘ শহর জুড়ে যেন প্রেমের মরসুম ‘ । শীতের বিদায় বাঁশি গিয়েছে বেজে। নতুন পাতা, ফুলের সাজ আর মৃদুমন্দ বাতাসে পা রেখেছে বসন্ত। ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। ক্যালেন্ডারে শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে, শুক্রবার টেডি ডে। প্রেমের বাণিজ্যিকরণ বা পশ্চিমি সংস্কৃতির প্রভাব, যাই বলা হোক না কেন, প্রেমের বাতাস এলে কি আর জানলা বন্ধ করা যায় ? বেশ কয়েক বছর ধরেই সারা ভারতজুড়েই প্রেম-সপ্তাহের উদযাপন হয় বেশ ঘটা করেই। আর সেই উপলক্ষ্যে চলে ভালবাসার মানুষজনের মধ্যে উপহার দেওয়া-নেওয়া। প্রেমদিবসগুলির সিরিজে আর টেডি দিবস। এদিন প্রিয়জনকে টেডি দেওয়ার রীতি রয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট থিয়োডর টেডি রুজভেল্টের সময় থেকে এই টেডি দিবসের প্রচলন। সেই থেকে ভল্লুকের আদুরে চেহারাকে পুতুলের রূপ দেওয়ার রীতি চলে আসছে। যা দেখলেই আদর করতে ইচ্ছে করে। টেডি ডে-তে ছোট্ট একখানি টেডি দিয়ে প্রিয়জনকে প্রতীকী আদর পাঠাতে পারেন। সেই সঙ্গে দিন সোহাগী বার্তা।
- গান দিয়ে প্রিয়জনকে উইশ করতে চান ? তাহলে এই গানটি পাঠাতে পারেন। এই গানে রয়েছে টেডির ব্যবহার।
- বান্ধবীকে টেডি বিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে পাঠাতে পারেন একটি গান। শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘চলতে চলতে ‘ ছবিতে দুজনের রোমান্সে ব্যবহার হয়েছিল একটি টেডি।
- দিল তো পাগল হ্যায় ছবিটিতে খুব বিস্তারিত ভাবে দেখানো হয়েছিল ভ্যালেন্টাইনস ডে পালন। তাই টেডি বিয়ারের সঙ্গে পাঠাতে পারেন এই গানটি।
- কোনও বাংলা গানের লাইন-ও ব্যবহার করতে পারেন প্রেম জানাতে।
‘ শোনো না লক্ষ্মীটি গো, আসতে দিও
জানলাতে রোমিও,
আলতো হাতে ধরেছে যখন,
জানিনা কার ছোঁয়াতে
মধ্যরাতে জাগে,
এ সিন্ডারেলা মন
এ সিন্ডারেলা মন। ‘
যাঁরা টেডি ডে-তে ইংলিশে উইশ করতে চান, তাঁরা পাঠাতে পারেন এই বার্তাগুলি। - Happy Teddy Bear Day! I wish you a day full of love, joy, and cuddles with your beloved teddy bear.
- Sending you warm and cosy wishes on Teddy Day. May your day be filled with love, laughter, and lots of hugs from your teddy.
- On this Teddy Day, I wish you all the happiness in the world. May you have a day filled with love and joy, just like your teddy bear brings to your life.
- Happy Teddy Day to the one who brings a smile to my face every day. May your teddy bear bring you comfort and joy on this special day.
- May this Teddy Day be as sweet and soft as your teddy bear. Wishing you a day filled with love and joy. Happy Teddy Day.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator