বাংলা নিউজ > টুকিটাকি > Viral Optical Illusion of Snow Leopard: ছবিতে পাহাড়ের গায়ে আরামে থাকা স্নো লেপার্ডকে খুঁজে পেলেন? সময় রইল ৬ সেকেন্ড
Updated: 10 Feb 2023, 04:18 PM IST
Sritama Mitra
যে ছবি সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার মধ্যে লুকিয়ে থাকা এক স্নো লেপার্ডকে খুঁজে বের করার চ্যালেঞ্জ রয়েছে। ৫ সেকেন্ড থেকে ৬ সেকেন্ড সময়ের মধ্যে সেই স্নো লেপার্ডকে খুঁজে বের করলে, ব্যক্তিকে কার্যত অপটিক্যাল ইলিউশনের চ্যাম্পিয়ান হিসাবে ধরা হবে! একনজরে দেখা যাক, কী রয়েছে সেই ছবিতে।