বীরভূমের ময়ূরেশ্বরের কোটাসুরে সভা করতে গিয়ে ফের একবার অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে সভা থেকে শুভেন্দু বলেন, তিহাড়ে পৌঁছলে দশমীতে কচি পাঁঠার ঝোল বেরিয়ে যাবে।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পঞ্চায়েতে কে প্রতিনিধিত্ব করবেন, গ্রামের লোক ঠিক করবে। মনোনয়ন আটকানো, ভোট লুঠ, গণনা কেন্দ্র দখল করা এ জিনিস আমরা এবারে করতে দেব না’।
অনুব্রতকে তাঁর হুঁশিয়ারি, ‘কে যেন বলত না, চড়াম চড়াম ঢাকের আওয়াজ। গুড় বাতাসা দেব বুথে এলে। উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি আজ কোথায়? হারিয়ে গেছে। লটকে আছে মাঝে। অপেক্ষা করুন। তিহাড়ে গেলে বেলের মোরব্বা, অষ্টমীর দিন লুচি ডাল, দশমীর দিন কচি পাঁঠার ঝোল, সব বেরিয়ে যাবে। শুধু তিহাড় অবধি যেতে দেন’।
তিনি বলেন, ‘বীরভূমকে মানুষ অনুব্রতর নামে চিনবে না। বীরভূমকে চিনবে তারা মায়ের নামে, বিশ্বভারতীর নামে, তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের নামে’।
এদিন শুভেন্দু অধিকারী স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে করে সভা থেকে হুঁশিয়ারি দেন। বলেন, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোনও বিজেপি কর্মীকে হুমকি দিলেই অবস্থা খারাপ করে দেব।