প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ১১ ফেব্রুয়ারি ২০২৩
প্রথম বারের মতো ঢাকার নবাবগঞ্জের ছোটগোল্লা গ্রামে ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব ও মিনা মেলা ২০২৩। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ছোটগোল্লা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি ফ্রান্সিস রুদ্র ডি’ক্রুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার অমল ডি’ক্রুজ।
উদ্বোধক ছিলেন নয়নশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পলাশ চৌধুরী। ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ভ্যালেন্টাইন অর্ঘ্য ডি’ক্রুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ছোটগোল্লা খ্রিস্টান সমাজের সভাপতি বিমল গমেজ খাঁ, ছোটগোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ভাইস চেয়ারম্যান কিশোর ডি’ক্রুজ, ক্লাবের উপদেষ্টা টমাস রোজারিও, পলাশ রোজারিও, শঙ্কর গমেজ ও পিউস রঞ্জিত গমেজ এবং নয়নশ্রী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার বাবু সুকান্ত সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সুস্ময় গমেজ।
মেলায় মোট ১৪ টি দোকান অংশগ্রহণ করেন। সর্বশেষ সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।
শাকিল/সাএ