নাম বদলে হিন্দু তরুণীর সঙ্গে প্রেম ও তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল এক মুসলিম যুবকের বিরুদ্ধে। তাও আবার তাঁকে হাতে নাতে ধরলেন যুবকের স্ত্রী। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের কাঁন্দি মহকুমা হাসপাতালে সামনে উত্তেজনা ছড়ায়। যুবকের স্ত্রীর অভিযোগ, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও তরুণীর সঙ্গে সহবাস করছেন তাঁর স্বামী।
শনিবার দুপুরে কান্দি হাসপাতালের সামনে অন্য দিনের মতোই সব কিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ ২ মহিলার বচসা শুনতে পান উপস্থিত মানুষজন। জানা যায়, তাঁদের নাম লাজিনা খাতুন, অন্যজন তাঁর স্বামী ফইজুলের প্রেমিকা। কিছুক্ষণের মধ্যে স্থানীয় একটি চায়ের দোকানে দেখতে পাওয়া যায় ফইজুলকেও।
এর পর লাজিনা জানান, ২০১৩ সালে খড়গ্রামের বাসিন্দা ফইজুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু গার্হস্থ হিংসার শিকার হওয়ায় বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকতেন তিনি। এর মধ্যে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান তাঁর স্বামী। নিজের নাম শান্তনু চক্রবর্তী বলে ওই হিন্দু তরুণীর সঙ্গে সহবাস শুরু করেন ফইজুল। এর আগেও তাঁদের হাতে নাতে পাকড়াও করেছেন তিনি। এমনকী ফোনেও ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করেন। তরুণী তাঁকে জানান, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন শান্তনু চক্রবর্তী।
লাজিনা জানান, তাঁর সঙ্গে স্বামীর এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। তার পরও অন্য মহিলার সঙ্গে সহবাস করছেন তিনি। এই নিয়ে বিবাদের জেরে হাসপাতাল চত্বরে লোক জমে যায়। খবর পেয়ে পুলিশ এসে ফইজুল ও তাঁর প্রেমিকাকে উদ্ধার করে নিয়ে যায়।