বাঁকুড়ায় চাকরি গেল তৃণমূলের অঞ্চল সভাপতির ভ্রাতৃবধূর

আদালতের নির্দেশে শুক্রবার গ্রুপ ডি পদে নিযুক্ত ১৯১১ জনকে চাকরি থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে SSC. সেই তালিয়ে উঠে এসেছে একের পর এক তৃণমূল নেতা ও তাঁদের আত্মীয় – ঘনিষ্ঠের নাম। তালিকায় নাম পাওয়া গেল বাঁকুড়ার ইন্দাসের তৃণমূলের অঞ্চল সভাপতির ভ্রাতৃবধূর। বুল্টি মালিক নামে ওই অবৈধ চাকরি প্রাপকের দাবি, তিনি কাউকে টাকা দেননি। বৈধ উপায়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে SSC তালিকা প্রকাশ করলে দেখা যায় বুল্টিদেবীর নাম। ইন্দাসের ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন তিনি। বাঁকুড়ার পাত্রসারের নারায়ণপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি আশিস মিদ্দার ভ্রাতৃবধূ তিনি। বুল্টিদেবীর দাবি, পরীক্ষা দিয়ে বৈধ উপায়ে চাকরি পেয়েছেন তিনি। পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় পেয়েছিলেন ৪০, মৌখিকে ৫। তার পরও কেন তাঁর চাকরি গেল জানা নেই মন্তব্য করেছেন বুল্টি মালিক। তিনি বলেন, আদালতের নির্দেশ দেখে আইনি পদক্ষেপ করার কথা ভাবব।

ওদিকে বুল্টি মালিক চাকরি পাওয়ার পর নারায়ণপুর অঞ্চলে আশিস মিদ্দার বিরুদ্ধে পোস্টার পড়েছিল। অনেকেই দাবি করেছিলেন, এই নিয়োগ অবৈধ। আদালতের নির্দেশে অবৈধ নিয়োগ খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

ওদিকে একমাত্র চতুর্থ শ্রেণির কর্মীর চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক শফিক আহমেদ। তিনি বলেন, আমি জানি না ও কী করে চাকরি পেয়েছে। আমি তখন এখানে ছিলাম না। তবে ওর চাকরি চলে যাওয়ার কোনও কাগজ আমার কাছে আসেনি। এলে পদক্ষেপ করব। ও স্কুলে না এলে শিক্ষকদেরই পালা করে স্কুল খোলা সহ অন্যান্য দায়িত্বগুলি ভাগ করে নিতে হবে।