প্রাণসংশয়ে ভূগছেন বগটুই কাণ্ডের অন্যতম সাক্ষী মিহিলাল শেখ। তাঁর নিরাপত্তা ব্যবস্থা আরও সদৃঢ় করার জন্য জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। কিছুদিন আগে বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে মারা গিয়েছেন দুই তৃণমূল কর্মী। তার পর থেকে ভয়ে রয়েছেন মিহিলাল। এবার তাঁর উপর হামলা হতে পারে।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘যেহেতু আমি রাজসাক্ষী হয়েছি। তাই আমার উপর যে কোনও মুহূর্তে হামলা হতে পারে।’ তাঁর দাবি, তাঁকে যে মেরে ফেলা হতে পারে তার ইঙ্গিতও তিনি পেয়েছেন।
কাদের দিকে থেকে হামলা হতে পারেন বলেন মিহিলাল মনে করেছেন? তিনি জানান, যারা বগটুইয়ের ঘটনার সঙ্গে জড়িত, তাদের অনেক এখন জেলে। সেই জেলবন্দি অভিযুক্তদের আত্মীয়রা হামলা করতে পারেন।
মিহিলালের দাবি, তাঁকে মেরে ফলতে পারলে হামলাকারীদের সুবিধা হবে। তারা জামিন পেয়ে যেতে পারে। সে কারণে তিনি বীরভূম জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে চিঠি লিখে নিরপত্তা বাড়ানোর আবেদন করছেন।
চিঠিতে মিহিলাল লিখেছেন, তিনি যখন রামপুর হাটে কোনও কাজে যান তখন তাঁর সঙ্গে একজন নিরাপত্তা কর্মী থাকে। তাঁর সঙ্গে কোনও বন্দুক থাকে না। ফলে তাঁর প্রয়োজন থাকলেও তিনি রামপুরহাট যেতে পারছেন না। এই অবস্থায় তিনি সশস্ত্র নিরাপত্তারক্ষীর জন্য আবেদন করেছেন। মিহিলালের আশা পুলিশ তাঁর দাবি মেনে নিরাপত্তার ব্যবস্থা করবে।
তাঁর দাবি, প্রথম দিকে তাঁর বাড়ির সামনে একাধিক পুলিশকর্মী থাকলেও বর্তমানে তাঁর বাড়ির সামনে চারজন পুলিশ কর্মী থাকেন। তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন মিহিলাল।