বাংলা নিউজ > টুকিটাকি > Cactus in Switzerland: মরুভূমির গাছে ঢেকে যাচ্ছে সুইৎজারল্যান্ডের পাহাড়! বড় বিপদ আসছে, শঙ্কায় অনেকেই
Updated: 11 Feb 2023, 08:30 PM IST
Sanket Dhar
Cactus in Switzerland: সুইজারল্যান্ডের পাহাড়ি সৌন্দর্যের জন্য পর্যটকদের অন্যতম আকর্ষণ এই দেশ। প্রতি বছর সারা বিশ্ব থেকেই পর্যটকরা ভিড় জমান এখানে। সেই সুইজারল্যান্ডেই এবার বাড়ছে ক্যাকটাসের বংশ।
1/6 দক্ষিণে আল্পস পর্বতমালা আর উত্তর-পশ্চিমে জুরা পর্বতমালা। সুইজারল্যান্ডের পাহাড়ি সৌন্দর্যের জন্য পর্যটকদের অন্যতম আকর্ষণ এই দেশ। প্রতি বছর সারা বিশ্ব থেকেই পর্যটকরা ভিড় জমান এখানে। (Twitter)
2/6 এহেন সৌন্দর্য যে দেশের, সেখানেও এবার থাবা বসাচ্ছে দূষণ। সম্প্রতি তেমন তথ্যই প্রকাশ্যে এল। দক্ষিণ সুইজারল্যান্ডের ভালাইস ক্যান্টনে পাহাড়ের ঢাল বেয়ে বেড়ে উঠছে ক্যাকটাস! (Twitter)
3/6 বরফঢাকা অপরূপ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এই দেশ। সেই বরফেই আঘাত হানছে ক্যাকটাসের বংশবিস্তার। ওপানশিয়া প্রজাতির এই গাছ ম্যাটারহর্ন পর্বতের ঢালে বেড়ে উঠছে। এতেই নষ্ট হচ্ছে সেখানকার উদ্ভিদ বৈচিত্র্য। (Twitter)
4/6 ওই অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য বড় বিপদ ডেকে আনছে এই ক্যাকটাসের বৃদ্ধি। গার্জিয়ানের রিপোর্টিং-এ এমনটাই জানানো হয়। বলা হয়, ২৩ থেকে ৩০ শতাংশ গাছপালা আচ্ছাদন করে ফেলছে এই বিশেষ প্রজাতি। (Twitter)
5/6 জীববিজ্ঞানী ইয়ান ট্রিপোনেজ জানান, ভালাইসের বেশ কিছু অংশ দখল করবে এই ক্যাকটাস। অনুমান করা হচ্ছে, অন্তত এক তৃতীয়াংশ দখল করতে পারে কাঁটাগাছ। এর ফলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ক্ষতি হবে স্থানীয় জীববৈচিত্র্যের। (Twitter)
6/6 ক্যাকটাস সাধারণত শুষ্ক ও গরম জলবায়ুতে জন্মায়। তার বদলে শীতপ্রধান প্রেইরি ভূমিতে এই গাছ হওয়ার কথা নয়। পরিবেশ দূষণের ফলে বাড়ছে বিশ্বের উষ্ণতা। তাতেই এই অঞ্চলের উষ্ণতা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তার ফলেই এমন ক্যাকটাসের বিস্তার! (Twitter)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে
অন্য গ্যালারিগুলি