<p><strong>বুয়েনস আইরেস: </strong>দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের খরা কাটিয়েছে আর্জেন্তিনা (Argentina)। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পেয়েছিল আর্জেন্তিনা। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)।</p>
<p>আর্জেন্তিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে সেলিব্রেশনটাও ছিল বেশ বর্ণাঢ্য। তবে এর মধ্যেই বিশ্বকাপে দুর্দান্ত সব সেভ করা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। আর্জেন্তাইন ক্রীড়ামন্ত্রীও তাঁর সমালোচনা করেছেন। এবার সে বিষয়ে নিজেই মুখ খুলেছেন আর্জেন্তিনার গোলরক্ষক। </p>
<p>ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে মজার ছলে এমনটি করেছেন তিনি। এমনটা করে তিনি কাউকে আঘাত করতে চাননি। </p>
<p>বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পরে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে লিওনেল মেসিদের জন্য বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই সময় উৎসবের নগরীতে পরিণত হয়েছিল পুরো বুয়েনস আইরেস। রাস্তায় উল্লসিত জনতা দেশের বীরদের বরণ করে নিয়েছিলেন। প্রবল উৎসাহে <a title="মেসি" href="https://bengali.abplive.com/topic/messi" data-type="interlinkingkeywords">মেসি</a>দের অভ্যর্থনা জানান হয়েছিল। মার্তিনেজ জানিয়েছেন, ঠিক তখনই <a title="আর্জেন্তিনা" href="https://bengali.abplive.com/topic/argentina" data-type="interlinkingkeywords">আর্জেন্তিনা</a> ফুটবল দলকে নিয়ে ছুটে চলা বাসে এমবাপের পুতুল ছুড়ে দেওয়া হয়। </p>
<p>মার্টিনেজ বলেছেন, ‘ওই সময় মানুষ আমাদের দিকে প্রচুর পুতুল ছুড়ছিল। পুরো পথে অন্তত একশ’র মতো পুতুল এসেছিল আমাদের কাছে। এর মধ্যে এমবাপের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি আসায় ওটা আমি তুলে নিই। ওটা কয়েক সেকেন্ডের মতো আমার হাতে ছিল। এরপর আবার বাইরে ছুড়ে দিই। ঘটনা এটাই হয়েছিল।’ </p>
<p>এমবাপেকে নিয়ে মজা করার কথা উল্লেখ করে মার্তিনেজ বলেছেন, ‘এখানে এমবাপেকে নিয়ে আমি কীভাবে মজা করলাম? সে তো আমার বিপক্ষে চারবার বল জালে জড়িয়েছে। বিশ্বকাপ ফাইনালে চার গোল…আমাকে তো ওর পুতুল ভাবার কথা। আবারও বলছি, আমি এমবাপেকে খুব সম্মান করি এবং এটাও বলে দিচ্ছি, আমার দেখা ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে ও–ই সেরা।’</p>
<p>তবে সেলিব্রেশনের সময় পুতুল-বিতর্ক ছাড়াও পেনাল্টির আগে প্রতিপক্ষ খেলোয়াড়কে বিভ্রান্ত করা-সহ বেশ কিছু অভিযোগ রয়েছে মার্তিনেজের বিরুদ্ধে। তাঁর এসব আচরণ ভালভাবে নেয়নি ফিফা। তাই ভবিষ্যতে যাতে কেউ এমনটা না করতে পারে সে ব্যাপারে কড়া নিয়ম আনতে চলেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।</p>
<div class="article-data _thumbBrk uk-text-break">
<div class="article-data _thumbBrk uk-text-break">
<p><strong>আরও পড়ুন: <a title="প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা" href="https://bengali.abplive.com/sports/cricket/ind-vs-aus-1st-test-ravindra-jadeja-handed-one-demerit-point-and-fined-by-icc-know-details-955658" target="_self">প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা</a></strong></p>
</div>
</div>
<div class="uk-margin"> </div>