Impact of Vedio games: অতিরিক্ত ভিডিয়ো গেম খেলছে আপনার সন্তান? সাবধান, কমতে পারে বুদ্ধি

এখন কম বেশি সকলের বাড়িতে রয়েছে কম্পিউটার, মোবাইল, করোনাকাল থেকে সবকিছু অনলাইন হওয়ার জন্য সারাদিন সকলের চোখ থাকত কম্পিউটার ও মোবাইল স্ক্রিনে। তাই এখন বাচ্চাদের হাতের নাগালেই ভিডিয়ো গেম।

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার তৈরি করছে নানা বিপদ। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাচ্চারা, এখন গরমের ছুটিতে হোক বা স্কুল থেকে ফিরে বিকেলে, মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলার চল প্রায় নেই। ক্রিকেট হোক বা ফুটবল, বা কবাডি, দাবা, লুডো, কিতকিত কেউ আর খেলে না, সকলেই মজে আছে ভিডিয়ো গেমে।

শিশুদের কাউন্সেলিং করে দেখা গিয়েছে, দিনে তারা গড়ে আড়াই ঘণ্টা অনলাইন ভিডিয়ো গেম খেলে বা টিভি দেখে সময় নষ্ট করে। এর মধ্যে তাদের বেশিরভাগ কাটে ভিডিয়ো গেম খেলে।

অতিরিক্ত ভিডিয়ো গেম খেললে কী হতে পারে?

প্রতিনিয়ত ভিডিয়ো গেম খেললে শরীরে এক ধরণের হরমোন নিঃসরণ হয়। 

শিশু সব কিছুতেই উত্তেজিত হয়ে পড়ে।

বাবা মায়ের অবাধ্য হয়ে যায়। 

মেজাজ খিটমিটে হয়ে যায়।

ভাবনা চিন্তা, বা কল্পনা শক্তি কমে যায়।

বই পড়ার ধৈর্য হারায়।

সকলের সঙ্গে মেলামেশা করতে পারে না।

আমাদের চারপাশে কমেছে মাঠ, ফাঁকা জায়গা, ফলে বাচ্চারা খেলার পরিসর পাচ্ছে না। ফাঁকা জায়গাগুলো দখল নিয়েছে বড় বড় ফ্ল্যাট। গ্রামেও এখন হচ্ছে পাকা বাড়ি, ফলে বাচ্চারা বাইরে বেরিয়ে যে খেলবে তার কোনও উপায় নেই।

গেমের ফাংশানগুলো এমন ভাবে করা হয় যে বাচ্চারা সেইগুলোকেই সত্যি বলে ধরে নেয়। এখনকার গেমে থাকে ব্যাপক মারামারি, গোলাগুলি– যা শিশুকে করে তোলে মানসিকভাবে হিংস্র। তাই তারা কী গেম খেলছে সেই দিকে নজর রাখতে হবে।

তবে আধুনিক এক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। তারা কিছু বাচ্চাকে নিয়ে পরীক্ষা করে দেখেছেন, যারা ভিডিয়ো গেম খেলে। তাদের চিন্তাশক্তি, জটিল সমাধান করার ক্ষমতা বেশি। তবে সেগুলো অবশ্যই হতে হবে বুদ্ধিদীপ্ত গেম। এইসব গেম খুব একটা খারাপ প্রভাব ফেলবে না আপনার শিশুর ওপর। তাই খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই।