মহাকাশ গবেষণায় সূর্যকে কেন্দ্র করে গবেষণায় মত্ত দেশ বিদেশের বহু বিজ্ঞানী। বারবারই মহাকাশ গবেষণাকে কেন্দ্র করে সূর্য একটি বড় আকর্ষক চরিত্র হয়ে উঠেছে। বিভিন্ন যুগে, এই সূর্যকে ঘিরে নানান ধরনের খবর উঠে এসেছে বিজ্ঞান চর্চার গাত ধরে মহাশূন্যের এই প্রকাণ্ড নক্ষত্র সম্পর্কে তাজ্জব করা বহু খবর এসে পৌঁছেছে বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলিতে। তবে সাম্প্রতিক যে খবর উঠে এসেছে, তাতে কোনও অশনি সংকেত রয়েছে কি না, তাই খোঁজার চেষ্টা করছে বিজ্ঞান।
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র বলছে, সদ্য সূর্যের উত্তর প্রান্ত থেকে খসে পড়েছে একটা বড় অংশ। খুব সাধারণ ভাবে তা বর্ণনা করতে গেলে বলা যায়, সূর্যের উত্তর অর্ধের একটি জায়গা থেকে একটি বড় চাঁই খসে গিয়েছে। এটি মূলত, সূর্যের পৃষ্ঠদেশ থেকেই খসে পড়েছে বলে জানা গিয়েছে। গোটা সৌর জগত যাঁকে কেন্দ্র করে, সেই প্রকাণ্ড দানবীয় এই নক্ষত্র থেকে এভাবে অংশ খসে পড়া তাজ্জব করেছে বিজ্ঞানীদের। এর নেপথ্য আর আগামীর সংকেত কী হতে পারে, তা অনুধাবনে ব্যস্ত মহাকাশ বিজ্ঞান। সদ্য মার্কিন গবেষণা কেন্দ্রের জেমস ওয়েহ টেলিস্কোপে এই ঘটনা ধরা পড়েছে। তা নিয়ে টুইট করেছেন বিজ্ঞানী তামিথা স্কোভ। তিনি জানাচ্ছেন, সূর্যের থেকে একটা বড় অংশ খসে পড়েছে। আর তা সূর্যের উত্তরার্ধের চারপাশের বিশাল পোলার ভর্টেক্সকে কেন্দ্র করে গোলাকারভাবে ঘুরে বেড়াচ্ছে।
নাসা জানাচ্ছে, যে অংশটি খসে পড়েছে সূর্য থেকে তার আকার বিশাল। তার আয়তনও নেহাত কম নয়। এমন ধরনের ঘটনা সূর্যকে কেন্দ্র করে আগে ঘটে গেলেও, সদ্য ঘটে যাওয়া কাণ্ডে অনেকটাই চমকিত বিজ্ঞানীরা। জানা গিয়েছে, ৬০ ডিগ্রি অক্ষাংশে এই অংশটি ঘুরে যাচ্ছে। এলাকার মধ্যে বায়ুর গতি ৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই অংশটি খসে পড়ার পর থেকেই তা নিজের গতিতে ঘুরছে। এই ঘটনা থেকে বেশ খানিকটা অবাক হয়েছে বিজ্ঞানী মহল। আপাতত ঘটনার নানান বিবরণের খোঁজে রয়েছেন বিজ্ঞানীরা।