Telengana: ক্ষমতায় এলেই নিজাম স্টাইলের গম্বুজ গুড়িয়ে দেব: হুঁশিয়ারি BJP নেতার

ভরা সভায় একেবারে বিস্ফোরক মন্তব্য তেলেঙ্গানা বিজেপি সভাপতির। বিজেপি সভাপতি বন্দি সঞ্জয় কুমার পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন আমরা ক্ষমতায় এলে তেলেঙ্গানার সচিবালয়ের বিল্ডিংয়ের একাংশ ভেঙে ফেলব। এদিকে ১৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এই সচিবালয়ের উদ্বোধন করবেন। বিজেপির মিটিংয়ে তিনি জানিয়েছেন,  ওই সচিবালয়ের মাথায় যে গম্বুজ করা হয়েছে সেটা নিজাম সংস্কৃতির প্রতিচ্ছবি।  সেই গম্বুজকে আমরা গুড়িয়ে দেব। এই ধরনের ইমারতকে আমরা মুছে দেব। 

তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে নিজামের সাংস্কৃতিক প্রতীককে ভেঙে দেব। নতুন সচিবালয়ের গম্বুজকেও ভেঙে দেব আমরা। ওয়াইসি পরিবারকে তুষ্ট করার জন্য অত্য়াচারী কেসিআর নির্লজ্জের মতো মানুষের সচিবালয়কে কবরখানায় পরিণত করেছেন।

এদিকে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ইতিমধ্যেই এই সচিবালয়ের গঠনের প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানিয়েছেন, তাজমহলের মতো দেখতে হয়েছে এটাকে। এমনকী বিআর আম্বেদকরের নামে এটির নামকরণ করার প্রস্তাব তিনি গ্রহণ করার জন্য প্রশংসা করেছেন। এমনকী দুটি মসজিদকে বাঁচানোর জন্যও তিনি তেলেঙ্গানার সিএমের উচ্চ প্রশংসা করেছেন।

এমনকী রাস্তা দখল করে যে মসজিদ তৈরি করা হয়েছে সেগুলিকে ভেঙে ফেলার ব্যাপারেও খোলা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বন্দি সঞ্জয়।

তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি মেনে  আমরা জনগণের ওই সচিবালয়ের গঠনে পরিবর্তন আনব। মুখ্যমন্ত্রীর অফিস কাম বাসভবন প্রগতি ভবনকে প্রজা দরবার করার পক্ষেও সওয়াল করেন তিনি। প্রান্তিক, দরিদ্র মানুষরাও যাতে যেতে পারেন তার ব্যবস্থা করা হবে।

এদিকে ভারত রাষ্ট্র সমিতির তরফে বলা হয়েছে, রাজ্য বিজেপির সভাপতি প্রথমে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখুন। কর্নাটকের বিধান সৌধ, নর্থ অ্যান্ড সাউথ ব্লক, নিউ দিল্লির রাইসিনা হিল সবেতেই তো গম্বুজ রয়েছে। তার মানে মোদী সরকার সবগুলোকেই এভাবে ভেঙে দেবে। 

তিনি বলেন, মোদী তেলেঙ্গানার জন্য় কী করেছেন? বিজেপি শুধু ধ্বংসাত্মক রাজনীতিতে অভ্যস্ত। বন্দি সঞ্জয়ের আর কোনও প্রসঙ্গ নেই। ভুলভাল কথা বলছেন। মনে হচ্ছে তিনি আর্কিটেক্টে পিএইচডি করেছেন। তেলেঙ্গানার সচিবালয়কে ভাঙার আগে তিনি গুজরাট ও কর্নাটকের বিধানসভার গম্বুজের মতো স্থাপত্যকে আগে ভেঙে ফেলুক। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup