ছোটপর্দার জনপ্রিয় সিরিজ ‘বিগ ব্যাং থিয়োরি’র একেবারে প্রথম পর্বটির কথা অনেকেরই মনে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অতিরিক্ত অর্থ রোজগারের জন্য স্পার্ম ব্যাংকে যাচ্ছে শুক্রাণু দিতে। তবে যে সে স্পার্ম ব্যাংক নয়। যাদের আইকিউ ভালো, শুধুমাচত্র তারাই নাকি সেখানে দিতে পারবে শুক্রাণু। আর সেখানে যাচ্ছে গল্পের প্রধান চরিত্ররা। তাদের সঙ্গে এমন করেই পরিচয় হয় দর্শকের। বাস্তবেও তার কাছাকাছি কিছু ঘটছে। তবে ভালো আইকিউ-এর মতো কোনও শর্ত রাখা হয়নি এখানে। প্রাথমিকভাবে সুস্থতার কথাই বলা হয়েছে। এবং শুক্রাণু দানে বেশি করে উৎসাহ দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই। ঘটনাটি ঘটছে চিনে।
হালে চিনের সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে সে দেশের জনসংখ্যা নিয়ে। কারণ হালে চিনের জনসংখ্যা নিম্নমুখী বলে জানা গিয়েছে। আগামী দিনে জনসংখ্যা আরও কমে গেলে দেশে সংকট দেখা দিতে পারে। এই আশঙ্কা থেকেই চিনে স্পার্ম ব্যাংকগুলিকে বেশি করে কাজে লাগানো হচ্ছে।
তবে এই স্পার্ম ব্যাকগুলিতে শুক্রাণু দামের জন্য বেশি করে উৎসাহ দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। তাদের সামনে নতুন করে রোজগারের রাস্তাও খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে।
কী কী শর্ত রাখা হয়েছে এই ব্যাংকে শুক্রাণু দানের জন্য?
- বয়স হতে হবে ২০ থেক ৪০ বছরের মধ্যে
- ১৬৫ সেন্টি মিটারের বেশি উচ্চতা হতে হবে
- কোনও সংক্রামক বা জিনবাহিত রোগ থাকলে হবে না
- স্বাস্থ্যবান হতে হবে
মোটের উপর এগুলিই নিয়ম। ইউনান প্রদেশের মতো বেশ কয়েকটি প্রদেশের স্পার্ম ব্যাংকের শর্তাবলীতে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আরও একটি শর্ত— বিশ্ব বিদ্যালয়ের ডিগ্রি চাই, বা অন্তত বিশ্ব বিদ্যালয়ে পাঠরত হতে হবে।
এর পাশাপাশি কারও কারও ক্ষেত্রে নিষেধাজ্ঞাও রয়েছে, তাঁরা কখনও এই জাতীয় ব্যাংকে শুক্রাণু দিতে পারবেন না। কারা তাঁরা?
- যাঁরা ধূমপান করেন
- যাঁরা মদ্যপান করেন
- যাঁরা উদ্বেগের মতো সমস্যায় ভোগেন
- যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যা আছে
- এবং খুব গুরুত্বপূর্ণ হল, যাঁদের টাক পড়ে গিয়েছে বা পড়ে যাচ্ছে
উপরে উল্লেখ করা পুরুষরা শুক্রাণু দান করতে পারবেন না বলে জানানো হয়েছে।