ধর বললে চৌদ্দ গোষ্ঠী বাড়িতে থাকতে পারবে না: বিএনপিকে শামীম ওসমান | BD24Live.com

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাদের যদি একবার অতীতের কথা মনে পড়ে যায়, যেভাবে আমাদের ঘরে ঘরে ঢুকে মারছেন, বাড়িঘরে হামলা করছেন, আবার এখন এত বাড়াবাড়ি করে কথা বলছেন। একবার যদি মনে পড়ে যায় তাহলে পুলিশ-পালিশ বাদ দেন সব। আমি জানি আমার কতটুকু ক্ষমতা। একবার ধর বললে আপনাদের চৌদ্ধ গোষ্ঠী কেউ থাকতে পারবে বা এ দেশে। আমি জানি কিন্তু। বয়স হয়েছে, ধৈর্য বাড়ছে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি বিচার করার মালিক আল্লাহ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমার কোনো মাস্তান দরকার নেই। দোকানদার দোকান আর এখানে গিয়ে চাঁদাবাজি করবে এসব আমার দরকার নাই। আমি আমার গাড়ির আগে মোটরসাইকেল চলতে দিই না। আমি জানি মোটরসাইকেল দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে যাবে পরে গিয়ে দোকানদারকে থাপ্পড় দিবে। কষ্ট করবো আমি, থাপ্পড় দিয়ে সব শেষ করে দিবো।

কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, সহসভাপতি আশরাফুল আলম, সহসভাপতি গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন সিকদার, প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির, ইমতিয়াজ হোসেন আরান ও তানিল আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শাকিল/সাএ