এক মহিলা তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। নিহতের নাম সুচিত্রা মণ্ডল(৪৮)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুর গ্রামে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরেই আলু ক্ষেতে জল দিতে গিয়েছিলেন সুচিত্রা। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় তাঁর ছেলে খোঁজাখুঁজি শুরু করে। তখনই আলু ক্ষেতের পাশেই সুচিত্রার গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সে। এরপরেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশও আসে ঘটনাস্থলে। পুলিশের প্রাথমিক ধারণা ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাস্থল থেকে একটি কোদালও উদ্ধার করেছে পুলিশ। তবে সঠিক কি কারণে খুন সে সম্পর্কে জানা যায়নি।
নিহতের পরিবারের দাবি সুচিত্রা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন, আর সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। তবে এর পিছনে কোন রাজনীতি আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে অবশ্য এলাকার তৃণমূল নেতৃত্ব এখনও মুখ খোলেনি।