রাবিতে পাঁচ দিনব্যাপী ‘অমর একুশে গ্রন্থ উৎসব’ শুরু ১৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ছবি – সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: ‘তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই, প্রান্তিক শিশুদের পাশে দাঁড়ায়’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অমর একুশে গ্রন্থ উৎসব-২০২৩’ শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। নবজাগরণ ফাউন্ডেশন-এর আয়োজনে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ উৎসব।

বিশ্ববিদ্যালয়ের শহীদ এম. মনসুর আলী প্রশাসনিক ভবনের সামনে এই গ্রন্থ উৎসবটি আয়োজিত হবে। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার স্মৃতির উদ্দেশ্যেই নবজাগরণ ফাউন্ডেশন প্রতিবছর এ উৎসবের আয়োজন করে থাকে। তিনি বিশ্ববিদ্যালয়ের রসান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ছিলেন।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে নাম জানা-অজানা অনেক বীর সন্তান মাতৃভাষাকে ভালবেসে তা রক্ষার দাবিতে মৃত্যুকে হাসিমুখে বরণ করে নিয়েছেন। রাজশাহীতে ১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি গণ-আন্দোলনে ছাত্রদের রক্ষার জন্য শহীদ ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর গুলি ও বেয়নেটে বিদ্ধ হয়ে নির্মম ভাবে শহিদ হয়েছেন।

নবজাগরণ ফাউন্ডেশন বিগত ১০ বছর যাবৎ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সামাজিক উন্নয়নে সহায়তামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষাক্ষেত্রে উৎসাহীকরণ ও যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।

আশরাফুল/সাএ