প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ছবি – প্রতিনিধি
মোঃ আজাদ হোসেন, সরকারি তিতুমীর কলেজ (ঢাকা) থেকে: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ম্যাগাজিন ‘সংযোগ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিতুমীর কলেজ শহীদ বরকত মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাব্বি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আবেদা সুলতানা, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মালেক আক্তার চৌধুরী, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও এশিয়ান টিভির প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশনের বার্তা সম্পাদক মাহবুব জুয়েল।
বক্তব্যের শুরুতেই তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, আমি কলেজে যোগদান করার পর থেকেই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক সমিতিকে সংবাদ প্রকাশ করতে দেখেছি। এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। অধ্যক্ষ বলেন, সাংবাদিকতা মহৎ এবং দায়িত্বশীল একটি পেশা। এই পেশায় অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়।
তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য উপস্থাপন করা এবং যারা অসত্য উপস্থাপন করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, ভুল তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে তুলে আনা। আর সেটিই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা।
এ সময় তিতুমীর কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন বলেন, সাংবাদিকরা সবসময় সত্য উদঘাটনে তৎপর থাকে। তারই ধারাবাহিকতা তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংবাদিকরা রেখেছে। এ জন্য সকলকে ধন্যবাদ জানায়। পরিশেষে সাংবাদিক সমিতি আরও সত্য প্রকাশে নির্ভীক হোক এই আশা করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।
আশরাফুল/সাএ