Amartya Sen: মুখ্যমন্ত্রীর দেওয়া জেড প্লাস নিরাপত্তা নিয়ে দিল্লি গেলেন অমর্ত্য সেন

জমি নিয়ে বিতর্ক চলাকালীন গত মাসে তাঁর শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কাছে থাকা অমর্ত্য সেনের জমি সংক্রান্ত কাগজপত্র তিনি নিজে নোবেলজয়ীর হাতে তুলে দিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে জেড প্লাস ক্যাটাগরির নিরপত্তা দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মতো, জেডপ্লাস নিরপত্তা পেলেন অমর্ত্য সেন। দিল্লিতে একটি আলোচনা সভা দিতে রবিরার রওনা দিলেন তিনি। জেড প্লাস নিরাপত্তাতেই তিনি রাজধানী গেলেন।

রবিবার সকালে তাঁর বাড়িতে স্বয়ংক্রিয় অস্ত্র-সহ বহু নিরাপত্তা কর্মী হাজির হন। তাঁরা কার্যত ঘিরে ফেলেন বাড়ি। তাঁর নিরাপত্তায় ছিল পাঁচটি গাড়ির কনভয়। এ ছাড়া ছিল একটি বুলেটপ্রুফ গাড়ি। যদিও বসতে অসুবিধা হওয়ার জন্য তিনি বুলেট প্রুফ গাড়িতে বসতে পারেননি। অন্য একটি নীলবাতি ও জাতীয় পতাকা লাগানো গাড়িতে চাপেন তিনি। তবে বুলেট প্রুফ গাড়িটি অন্য গাড়িগুলির সঙ্গে যায়।

অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সংঘাত চরমে উঠেছে। এই পরিস্থিতি গত ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের বাড়ি প্রচীতীতে যান। সেখানে বসেই তিনি নোবেলজয়ীকে জেট প্লাস নিরাপত্তা দেওয়া নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এই নির্দেশ শোনার পর অমর্ত্য সেন বলেন, ‘জেড প্লাস নিরপত্তা কী আমি জানি না। উনি নিশ্চয়ই ভালো কিছু মনে করেছেন তাই দিয়েছেন।’

রাজ্য এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা রয়েছে। সেই তালিকায় ঢুকল এবার অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম।