জেলেই বসেই দল চালাচ্ছেন অনুব্রত মণ্ডল, এমন বিস্ফোরক অভিযোগ করলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ। অনব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ সম্প্রতি তৃণমূল কোর কমিটিতে জায়গা পেয়েছেন। শনিবার কোর কমিটির বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তারপর তাঁর এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার নানুরের বন্দর এলাকায় একটি সভা করতে যান কাজল শেখ। সেই সভা থেকে ফেরার পথে তিনি এই দাবি করেন। তৃণমূল নেতা বলেন,’জেলে বসেই দলের সহ-সভাপতি তথা কোর কমিটির কনভেনার বিকাশ রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন অনুব্রত। তাঁর নির্দেশেই দল চলছে।’ তাঁর অভিযোগ কোর কমিটির সদস্যরাও দলের নিময়-নীতি মানছেন না।
শনিবার কোর কমিটির বৈঠকত চলাকালীন তিনি বৈঠক থেকে বেরিয়ে যান। তাঁর দাবি, ওই বৈঠকেই বিকাশ রায়চৌধুরী দাবি করেছেন যে অনুব্রত মণ্ডলের নির্দেশেই দল চলছে। এর প্রমাণ পেতে তিনি বিকাশের ফোন পরীক্ষা করার কথাও বলেন। বৈঠক চলাকালীন তিনি পিছনের দিকে বসে ছিলেন। কেন সামনে দিকে বসেননি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সামনে বসা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সফল করা। চাইলে আমি অনেক আগে এমএলএ-এমপি হতে পারতাম। কিন্তু ও সব আমার লক্ষ্য নয়।’