Elephant Attack: আরামবাগে বুনো হাতির তাণ্ডবে তছনছ শহর, আহত ৪

আবারও তাণ্ডব চালাল দলছুট এক বুনো হাতি। দিনভর দাঁতালের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে কয়েকশো বিঘা আলুর ক্ষেত। ভাঙচুর হয়েছে কয়েকটি দোকান। তাছাড়া, বুনো হাতির হানায় আহত হয়েছেন চারজন বাসিন্দা। শনিবার এভাবেই আতঙ্কে কাটালেন হুগলির আরামবাগের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে শহর এবং সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন মহকুমা শাসক সুভাষিণী ই।

জানা গিয়েছে, আরামবাগের ১৮ নম্বর ওয়ার্ডে শনিবার ভোরে প্রথমে হাতিটিকে দেখা যায়। পরে খবর পেয়ে সেখানে যান বন বিভাগের কর্মী এবং পুলিশ। হাতি দেখতে মানুষের ভিড় হওয়ায় পুলিশের তরফে মাইকিং করে হাতির কাছাকাছি না যাওয়ার জন্য আবেদন জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাতি তাড়ানোর জন্য চলে আসে হুলা পার্টি। তারপরে একের পর এক দুর্ঘটনা ঘটেছে।

দুপুরের দিকে হাতি চলে আসে চার নম্বর ওয়ার্ডে। সেখানে একজন ব্যবসায়ী মিলন খটিক হাতিকে প্রণাম করতে গেলে শুঁড়ে করে আছড়ে ফেলে দেয়। পাশাপাশি দাঁত দিয়েও আঘাত করে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়াও, অপু জনা নামে হুলা পার্টির এক সদস্য হাতির তাড়া খেয়ে আহত হয়েছেন।

মূল শহরে ঢুকে পড়ে বাজারে তাণ্ডব চালাতে শুরু করে হাতিটি। এরপরে পাঁচ, ছয় এবং তিন নম্বর ওয়ার্ডে প্রবেশ করে। তিন নম্বর ওয়ার্ডের একটি গলিতে হাতির আঘাতে ভারতী মণ্ডল নামে এক প্রৌঢ়া আহত হন। পরে গোঘাটের কুমুড়শায় হাতি তাড়াতে গিয়ে প্রসেনজিৎ ধারা নামে হুলা পার্টির এক যুবক আহত হয়েছেন।

এছাড়াও প্রচুর আলুর ক্ষেত নষ্ট করেছে ওই হাতি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হাতি আটকানোর জন্য পরিকাঠামো তৈরি করা প্রয়োজন। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলে আরামবাগ রেঞ্জের এক আধিকারিক জানিয়েছেন। বিকেল ৫টা নাগাদ হাতিটিকে শহর থেকে বের করতে সক্ষম হয় হুলা পার্টি। 

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় হাতিটি দ্বারকেশ্বর নদ পার হয়ে পশ্চিমে গোঘাট অতিক্রম করেছে। পরিস্থিতি সামলাতে আরামবাগে যান রাজ্যের মুখ্য বনপাল (পশ্চিম চক্র) অশোক প্রতাপ সিং। তিনি বলেন, ‘একটি হাতি দলছুট হয়ে চলে এসেছে। হুলা পার্টি এনে তাকে ফেরানো হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’ ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে তিনি জানিয়েছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)