Pawar on Fadanvis Claim: এনসিপি-বিজেপির সরকার গড়া নিয়ে শরদের সঙ্গে কথা হয়েছিল, দাবি ফড়নবীশের! কী বললেন পাওয়ার?

২০১৯ সালে মারাঠা রাজনীতি তোলপাড় করে বিজেপির সঙ্গ ত্যাগ করে সরকার গড়ার পথে হেঁটে ছিল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। সেই সময়কালে, পাল্টা সরকার গড়ার পথে হাঁটে দেবেন্দ্র ফড়নবীশের মারাঠা বিজেপিও। একটা সময় এনসিপির অজিত পাওয়ারকে ফড়নবীশের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার শপথ পাঠ করতে। ২০১৯ সালে ২৩ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করেছিলেন, দেবেন্দ্র, আর তাঁর ডেপুটি হিসাবে শপথ নিয়েছিলেন এনসিপির অজিত পাওয়ার। দেবেন্দ্রর দাবি, সেই ঘটনার আগে ভোরবেলাতেই এনসিপি বিজেপি জোটের সরকার গড়া নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা হয়। দেবেন্দ্র ফড়নবীশের এই দাবি সরাসরি নস্যাৎ করেছেন শরদ পাওয়ার।

সদ্য মহারাষ্ট্রের এক টিভি চ্যানেলে আয়োজিত অনুষ্ঠানে দেবেন্দ্র ফড়নবীশ বলেন,’উদ্ধব ঠাকরে বিশ্বাসঘাতকতা করার পর একটা অফার ছিল এনসিপির সঙ্গে স্থায়ী সরকার গঠনের। আমাদের কথা হয়েছিল স্বয়ং শরদ পাওয়ারের সঙ্গে, আর কয়েকটি বিষয় চূড়ান্ত হয়েছিল।’ দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেন, তিনি ও অজিত পাওয়ার নতুন সরকার গঠনের যে শপথ পাঠ করেছিলেন, তার আগে শরদ পাওয়ারের সঙ্গে তাঁদের কথাও হয়েছিল। দেবেন্দ্র বলছেন,’সকলেই জানেন তারপর কী ঘটেছে।’ দেবেন্দ্রর দাবি, এনজিপিতে অজিত পাওয়ার বিদ্রোহ ঘোষণা করবেন, এমন ধারণা তাঁর নয়, বরং দেবেন্দ্র বলছেন, অজিতকে ‘বলির পাঁঠা করা হয়েছিল’। প্রসঙ্গত,বিজেপির সঙ্গে এনসিপি সেবার সরকার গড়েনি। তারা হাত মিলিয়েছিল উদ্ধবের শিবসেনা, কংগ্রেসের সঙ্গে। পরে অজিত পাওয়ারও বিজেপির থেকে মুখ ফিরিয়ে চলে যান শরদের নেতৃত্বাধীন এনসিপির নয়া জোট ‘মাহা আগাড়ি’তে। পরবর্তীকালে সেই বছর নভেম্বরের ২৮ তারিখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন উদ্ধাব ঠাকরে। গঠিত হয়, এনসিপি, শিবসেনা, কংগ্রেসের সরকার। (বিমান-ক্রয়ে এয়ার ইন্ডিয়ার তাবড় পদক্ষেপ! কর্মসংস্থান ইস্যুতে প্রশংসা বাইডেনের)

এদিকে, অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবীশের একসঙ্গে শপথ পাঠ ঘিরে বিজেপির ফড়নবীশের যে দাবি উঠে এসেছে, তা নস্যাৎ করে দেন শরদ পাওয়ার। তিনি বলেছেন,’আমি জানতার ফড়নবীশ একজন কালচার্ড ব্যক্তিত্ব, ভদ্রলোক। আমি কখনও ভাবিনি তিনি মিথ্যের সাহায্য নেবেন।’ প্রসঙ্গত, ফড়নবীশ ও অজিত পাওয়ারের গোপন বৈঠক ঘিরে আগেও মুখ খুলেছেন মহারাষ্ট্র স্ট্রংম্যান শরদ পাওয়ার। তিনি সেবার জানান, ওই গোপন বৈঠক নিয়ে তিনি অবগত ছিলেন। এদিকে, কংগ্রেসের অশোক চভন এই ইস্যুতে বলেন, শরদ পাওয়ার এমন একজন রাজনীতিবিদ, তিনি ‘সব কাজ খোলাখুলিই করেন’, ফলে কংগ্রেস বিশ্বাস করে না শরদ পাওয়ার এমন ঘটনা ঘটিয়েছেন।