Shahrukh Khan Approves Virat Kohli’s Recreation Of Pathaan Step During Australia Test- Know Details

মুম্বই: নাগপুর টেস্টের (Nagpur Test) সময় সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল যে বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ঝুমে জো পাঠান-র তালে নাচ। সেখানে শাহরুখ-দীপিকার হুক স্টেপ করতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক ও দলের তারকা অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে এবার নিজের প্রতিক্রিয়া দিলেন শাহরুখ খান। 

এক শাহরুখ অনুরাগী সেই ভিডিও ক্লিপিংস কিং খানকে ট্যাগ করেছিলেন। আসক শাহরুখ বলে একটি সেশনে সেই ভিডিও ক্লিপস দেখিয়ে বলিউড বাদশার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সেই অনুরাগী। আর তাতেই শাহরুখ মজা করে লেখেন, ”ওরা আমার চেয়ে ভালো নাচছেন। রবীন্দ্র জাদেজার কাছে শিখতে হবে!”

 

দ্বিতীয় টেস্টে শ্রেয়স

বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে খুশির খবর। চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন। এরপর নাগপুর টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ফর্মে থাকা শ্রেয়সের অভাব অবশ্য বোধ হয়নি। প্রথম টেস্টে বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। তবে এদিন বিসিসিআইয়ের মেডিকেল টিমের পক্ষ থেকে শ্রেয়সকে ফিট ঘোষণা করা হয়। ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন শ্রেয়স। আগামী ১৭ তারিখ থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্টের দ্বিতীয় টেস্ট। তবে সেই টেস্টে একাদশে শ্রেয়স সুযোগ পান কি না তা সময়ই বলবে। 

সাফল্য অব্যাহর রাখার অঙ্গীকার

সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিওতে উচ্ছ্বসিত হরমনপ্রীত বলেন, ‘আইপিএলে বরাবর মুম্বই ইন্ডিয়ান্স ভাল পারফর্ম করে এসেছে। এবার আমিও মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হওয়ার সুযোগ পেয়েছি এবং আশা করছি আমাদের জুটিটা ভালই জমবে। আমাদের জন্য এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এই প্রথমবার এত চাপের মধ্যে এক বড় এক টুর্নামেন্টে খেলব আমরা। আমি এর জন্য ভীষণই উত্তেজিত। এটা শুধু ভারত নয়, গোটা বিশ্বেই মহিলা ক্রিকেটে বিরাট বদল ঘটাবে।’

এরপরেই মুম্বইয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করে হরমনপ্রীত বলেন, ‘আমরা মুম্বইয়ের হয়ে খেলব এবং আশা করছি মুম্বই ইন্ডিয়ান্সের সকল অনুরাগীরা আমাদের সমর্থন করতে মাঠে আসবেন। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা সবসময়ই নিজেদের দলের হয়ে মাঠ ভরিয়েছেন। আশা করছি মুম্বই ইন্ডিয়ান্সের পুরুষ দল যে সাফল্য পেয়েছে, আমরাও সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারব।’