৩ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা, শুভেন্দুকে আইনি চিঠি দিচ্ছেন কানাই

তাঁর বিরুদ্ধে টাকা ও গাড়ির বিনিময়ে দলবদলের অভিযোগ তোলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠাতে চলেছেন মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন তিনি। ৩ দিনের মধ্যে নিজের বক্তব্যের জন্য শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন কানাইবাবু।

এদিন কানাইবাবু বলেন, তিনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে তাঁকে প্রমাণ করতে হবে। এই মিথ্যাচারের জবাব ওকে দিতে হবে। শুভেন্দু অধিকারী কত টাকার বিনিময়ে বিজেপিতে যুক্ত হয়েছেন সেটা তাঁকে বলতে হবে। অনেক বিধায়ককে না কি তিনি তৃণমূলে নিয়ে এসেছেন। এই টাকা তিনি কোথা থেকে পাচ্ছেন? কোন তোলাবাজদের থেকে তিনি টাকা পাচ্ছেন? এ কি নারদকাণ্ডের টাকা? সারদাকাণ্ডের টাকা? তোলাবাজ যদি কেউ থাকে, গরুচোরের, কয়লার তোলাবাজ। তাহলে তিনি হচ্ছেন একমাত্র শুভেন্দু অধিকারী। তোলাবাজের লাটসাহেব হচ্ছেন উনি।’

এর পরই নবগ্রামের বিধায়ক জানান বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠাচ্ছেন তিনি। ৩ দিনের মধ্যে ক্ষমা না নাইলে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করব।

মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘কানাই মণ্ডলকে বলব, আপনি আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এনায়েতের কাছ থেকে একটা স্করপিও গাড়ি। আপনি হিন্দু এলাকায় গিয়ে বলছেন ভোট দিতে হবে। সিপিএমের মতো কথা? আগে সিপিএমের নেতা ছিলেন। ভদ্রভাবে নির্বাচন করুন। চোখ দেখাবেন না। কেষ্ট মণ্ডলও চোখ দেখাত। চড়াম চড়াম ঢাকের আওয়াজ বলত। নকুলদানা বলত। উন্নয়ন দাঁড়িয়ে আছে বলত। এখন সব চুপসে গেছে। কেষ্ট বাঘ এখন বিড়ালের থেকেও অধম। কানাই কেষ্টর ওপরে নয়। চোর কানাই মণ্ডল একটু সাবধানে চলবেন। আমার কাছে আপনাদের ঠিকু়জি কুষ্টি আছে। সবগুলোই আমার হাত ধরে তৃণমূলে গেছেন’।

শুভেন্দুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়।