DA দিয়ে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন সুপ্রিম কোর্টে তাঁর সরকার মিথ্যে বলেছে: বিকাশ

DA ঘোষণা করে রাজ্য সরকার প্রমাণ করল যে দেশের সর্বোচ্চ আদালতে তারা মিথ্যে কথা বলেছে। বুধবার রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণার পর এই অভিযোগ তুললেন আন্দোলনকারী কর্মীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এরকম অনৈতিক একটা সরকার ভূভারতে কোথাও দেখিনি।

এদিন বিকাশবাবু বলেন, রাজ্য সরকার আদালতে জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের কোনও DA বকেয়া নেই। তাহলে ৩ শতাংশ DA তারা দিলেন কী ভাবে? তার মানে আদালতে মিথ্যে কথা বলেছে রাজ্য সরকার। আমরা আদালতের সামনে এই বক্তব্য তুলে ধরব।

তিনি আরও বলেন, এই রাজ্য সরকার টাকা নিয়ে অযোগ্যদের সরকারি পদে নিয়োগ দেয়। আর যারা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন তাদের DA দিচ্ছে না রাজ্য সরকার। এই সরকার গোটা রাজ্যকে দুর্নীতিতে ডুবিয়ে দিতে চায়। এরা নিজেও মরবে রাজ্যবাসীকেও মারবে।

রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণায় খুশি নন অধিকাংশ সরকারি কর্মী। তাদের দাবি, আমরা ভিক্ষা চাই না। আদালত জানিয়ে দিয়েছে DA আমাদের অধিকার। তাই কেন্দ্রের হারেই ডিএ দিতে হবে রাজ্য সরকারকে।