Fake MLA At Assembly: ‘‌আমি এমএলএ’‌, রাজ্য বাজেটের দিনই বিধানসভায় পাকড়াও ভুয়ো বিধায়ক

ভুয়ো চিকিৎসক, ভুয়ো আইএএস–এর পর এবার ধরা পড়ল ভুয়ো বিধায়ক। একেবারে রাজ্য বাজেটের দিন বিধানসভার লবি থেকে বুধবার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তিনি নিজেকে প্রথমে হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির পরিচয় (আসল নাম গজানন শর্মা) দিয়ে বিধানসভার লবিতে ঢোকেন। তাঁকে পাকড়াও করে হেয়ার স্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হয়। বিধানসভার লবিতে ভুয়ো বিধায়ক ধরা পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

এই ঘটনা নিয়ে যখন বিধানসভায় শোরগোল পড়ে গিয়েছিল তখন পুলিশের হাতে ধরা পড়া ওই ব্যক্তি সংবাদমাধ্যমে বলেন, ‘আমাকে রাজ্যপাল আনন্দ বোস পাঠিয়েছেন। বিধানসভায় ঢোকার অনুমতি রয়েছে আমার। আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন।’ এই ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিচয়পত্র দেখতে চাওয়ায় তিনি কিছু দেখাতে পারেননি। দ্রুত খবর যায় বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের কাছে। তাঁরা এই ভুয়ো বিধায়ককে লবি থেকে বের করে নিজেদের হেফাজতে রাখে।

তারপর ঠিক কী ঘটল?‌ এরপর হেয়ার স্ট্রিট থানাকে খবর দিল সেখানকার পুলিশকর্মীরা দ্রুত বিধানসভায় পৌঁছে ওই ভুয়ো বিধায়ককে গ্রেফতার করে। একজন ভুয়ো বিধায়ক কী করে নিরপত্তার বেড়াজাল টপকে সোজা বিধানসভার লবিতে পৌঁছে গেল সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধানসভার গেট থেকে অধিবেশন কক্ষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় অনেকগুলি স্তর আছে। এতগুলি স্তর পেরিয়ে অধিবেশন কক্ষে ঢোকার ঠিক আগের স্তরে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আর কী জানা যাচ্ছে?‌ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা তখন বিধানসভায় হাজির ছিলেন। এমন একটি গুরুত্বপূর্ণ দিনে কেমন করে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিধানসভার লবির কাছে পৌঁছে গেল ভুয়ো বিধায়ক তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বাজেট পেশের একঘণ্টার মধ্যে বিধানসভায় ছড়িয়ে পড়ে ভুয়ো বিধায়ক ধরা পড়ার খবর। শুরু হয় হৈচৈ। বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দ্রুত লবিতে পৌঁছন। গজানন শর্মাকে বিধায়কের সচিত্র পরিচপত্র দেখাতে বললে তিনি পরিচয়পত্র দেখাতে পারেনি। বিধানসভার লবিতে থাকা কর্মীরা ভুয়ো বিধায়ককে লবি থেকে বের করে নিয়ে যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup