Marburg Virus Vaccine: বিপদ বাড়ছে, খুব দ্রুত দরকার মারবার্গের টিকা, কাজ কত দূর? কী ঠিক হল WHO-র বৈঠকে

মারবার্গ ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যেই এই রোগে বেশ কয়েক জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ ঠেকানোর জন্য তড়িঘড়ি বৈঠকের ডাক দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাWHO। সেই বৈঠকে কী কী ঠিক হল?

গত বছর থেকেই শোনা যাচ্ছিল, আবার ফিরে আসছে মারবার্গ ভাইরাস। কিন্তু তখন এই অসুখটি নিয়ে সেভাবে আলোচনা হয়নি। কিন্তু হালের পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। আফ্রিকার পশ্চিম দিকের ছোট্ট দেশ ইকুয়াটোরিয়াল গিনির বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগটিতে। মারা গিয়েছেন অনেকেই। সেই কারণেই মারবার্গকে আর হালকাভাবে নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাWHO। মঙ্গলবারই এই নিয়ে মিটিং ডাকা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। সেখানেই বলা হয়েছে পরবর্তী পদক্ষেপের কথা।

এর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মারবার্গ নিয়ে সতর্ক করা হয়েছে। এবার জোর দেওয়া হচ্ছে এই ভাইরাসের টিকা বানানোর উপরে। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কর্মরত টিকা প্রস্তুতকারকদের প্রতিনিধিরাও। সেখানেই এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়।

এর আগে যখন করোনাভাইরাস ছড়িতে শুরু করেছিল, তখনও করোনার টিকা নিয়ে বিস্তর চাপ সৃষ্টি হয়েছিল। করোনা যে গতিতে ছড়িয়ে পড়ে, সেই গতির সঙ্গে তাল রেখে করোনার টিকা আনা সম্ভব হয়নি। যত দিনে করোনার টিকা বাজারে আসে, তত দিনে সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। এতবার যাতে সেই পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকেই নজর রাখা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

কেন এই মারবার্গ নিয়ে ভয় কোভিডের চেয়েও বেশি?

এর প্রথম এবং প্রধান কারণই হল, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার অন্য ভাইরাস সংক্রমণের চেয়ে অনেক বেশি। প্রায় ৮০ শতাংশ আক্রান্তই মারা যান এই ভাইরাসের ক্ষেত্রে। আর সেটিই চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। ধরনের দিক থেকে এটিও ইবোলার মতোই। এর বীভৎসতার পরিমাণও তাই অনেকটাই ইবোলার মতো।

জ্বর দিয়ে এই রোগের উপসর্গ শুরু হয়। তার পরে মাথাব্যথা, রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দেয়। ইতিমধ্যেই ইকুয়াটোরিয়াল গিনিতে এই রোগে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সেই কারণেই চিন্তায় পড়ে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। সেই কারণেই বিপদ ঠেকাতে খুব দ্রুত টিকার পরীক্ষার কাজ তাঁরা শুরু করতে চান বলে জানিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক: HT APP Download Here