State Budget by Chandrima: ‘মানুষ তো আমার গণদেবতা…’, মমতার কবিতা দিয়ে বাজেট ভাষণ শেষ করলেন চন্দ্রিমা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ে বাজেট ভাষণ শেষ করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যা বলা বলে যেতে পারে ডিএ ঘোষণার মতোই একটা চমক। কিন্তু কেন বাজেট ভাষণের শেষে মুখ্যমন্ত্রীর কবিতা অবতারণা? তার কারণও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

বুধবার বাজেট পেশ শেষ করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী সব প্রকল্প গ্রহণ করেন সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা মনে করে। তাই আজ বক্তব্য শেষ করেছি মুখ্যমন্ত্রী কবিতার পংক্তি দিয়ে।’ তা পর তিনি পড়েন, ‘মানুষ তো আমার গণদেবতা/ আমার হৃদয়ের সবুজ বন/ যত্নে রাখি সাজিয়ে রাখি/ তারাই তো আমার মাণিক রতন…’।

তবে মন্ত্রী যাই বলুন না কেন রাজনীতির কারবারিদের ব্যাখ্যা অবশ্য অন্য। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না মুখ্যমন্ত্রীর কবিতার উল্লেখ করেন। তিনি বলেন, ‘কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং।’ তার পর তাঁর প্রশ্ন, ‘এই যদি কবিতার বই হয়, তবে সেই বই কেউ পড়বে? কেউ পড়বে না।’ বুধবার বাজেট ভাষণ শেষে মুখ্যমন্ত্রী কবিতার পড়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুধু ‘ড্যাং ড্যাং’-মধ্যে আটকে নেই?

এমনটা নতুন নয়। আগে প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রও বাজেট ভাষণ পড়ার সময় মুখ্যমন্ত্রী কবিতা পাঠ করেছিলেন। এমনিতে সাধারণ বাজেট পেশের সময়ও সংসদে শের-শায়েরি বা কবিতার লাইন পাঠের চল আছে। তাই বিধানসভা বাজেট পেশের সময় কবিতা পাঠ সেই চলেরই অনুসরণ বলা যেতে পারে।