বটগাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত ২

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেরগঙ্গারামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকের নাম আনোয়ার হোসেন ওরফে আপেল মাহমুদ (২৩)। তিনি বেরগঙ্গারামপুর নতুন পাড়ার আনছার আলীর ছেলে। এছাড়াও দুর্ঘটনায় আহতরা হলেন, একই এলাকার মান্নানের ছেলে মেহেদী হাসান (২০) এবং মামুদপুরের মোস্তফার ছেলে জিল্লুর রহমান (২১)। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার এসআই মাসুদ রানা জানান, লিচু ব্যবসায়ী আব্দুল মান্নানের মোটরসাইকেল নিয়ে তার ছেলে মেহেদী হাসান বন্ধু আপেল এবং জিল্লুরকে নিয়ে নাজিরপুরে যান। কাজ শেষে নাজিরপুর থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লিচুর আড়ত মোড়ে মোটরসাইকেলটি ওই বটগাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চালক আপেলের মৃত্যু হয়। ওই সময় মোটরসাইকেলে থাকা মেহেদী এবং জিল্লুর গুরুতর জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের রামেকে রেফার্ড করেন।