নরেন্দ্রপুরের মেলায় সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে যুবকদের বচসা, চলল গুলি, বোমাবাজি

শীতলা মায়ের পুজো উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বসেছিল মেলা। আর সেই মেলাকে কেন্দ্র করে ঘটে গেল তুলকালাম কাণ্ড। ব্যাপক উত্তেজনা ছাড়ল এলাকায়। গুলি চালানোর পাশাপাশি বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার কামরাবাদ অঞ্চলের কেলেগোড় এলাকায়। যদিও গুলি ও বোমাবাজি হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। শীতলা মায়ের পুজো উপলক্ষে মন্দিরের সামনেই মেলা বসেছিল। সেখানে বহু মানুষ জড়ো হওয়ার পরেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর ওই এলাকায় শীতলা মন্দিরে পুজো উপলক্ষে মেলা হয়ে থাকে। এবছরও মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলা দেখতে অন্য পাড়া থেকে কিছু যুবক এলাকায় আসেন। তারা রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। এরফলে রাস্তায় গাড়ি ও বাইকের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। সেই কারণে সেখানে উপস্থিত ভলেন্টিয়াররা তাদের সরে যেতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যুবকরা। তাদের বচসা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, এরপরেই ফাঁকা মাঠে ওই যুবকরা বোমা ও গুলি চালায়। বোমা বিস্ফোরণের ফলে ধানের জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর ধান নষ্ট হয়ে যায়। মহিলারাও আক্রমণের হাত থেকে রেহাই পাননি। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় ১০–১৫ জন আহত হয়েছেন। তাদের উপর লোহার রড, দা, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

গঙ্গা প্রামানিক নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘আমরা সকলে মেলা দেখছিলাম। তখন অন্য পাড়া থেকে যুবকরা এসে আমাদের মারধর করে। যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পুরুষ মহিলা সকলকে মারধর করেছে। শুধু তাই নয়, বোমাবাজিও করেছে। কেন তারা হামলা চালাল তা আমরা কিছুই জানিনা। ঘটনা পর পুলিশ এসে দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় আহতদের বেশ কয়েকজনের মাথা ফেটেছে। এছাড়াও হাতে, কাঁধে এবং মুখে আঘাত পেয়েছেন অনেকেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup