DA: ডিএ ঘোষণার আগে চিরকুট দিলেন মমতা, কী লেখা ছিল তাতে? বিঁধলেন শুভেন্দু

এমন ঘটনা বিধানসভার অন্দরে সাম্প্রতিক অতীতে কেউ কোনওদিন দেখেছেন কি না তা নিয়ে জোর আলোচনা চলছে বিভিন্ন মহলে। আর আলোচনার কেন্দ্রে একটি চিরকুট। সেটা আবার মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন এক মন্ত্রীকে দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। আর তারপরই ডিএ প্রাপ্তি সরকারি কর্মচারীদের। এদিকে এই চিরকুট কাণ্ডকে ঘিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্রভাবে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে। ঠিক কী হয়েছিল এদিন বিধানসভায়?

সূত্রের খবর, এদিন বাজেট পাঠ করছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু সেই বাজেট বইতে ডিএর কথা লেখা ছিল না। এমনটাই দাবি করছেন অনেকে। বিরোধীরাও এনিয়ে সুর চড়িয়েছেন।

এদিকে বাজেট প্রস্তাব প্রায় শেষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারে বসে কিছু যেন একটি চিরকুটে লেখেন। এরপর সেই চিরকুট তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে দেন। আর অরূপ বিশ্বাস সেই চিরকুট এগিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রীর হাতে। চিরকুটটি পড়ে দেখেন চন্দ্রিমা। আর তারপরেই বহু প্রতীক্ষিত সেই ডিএ বৃদ্ধির ঘোষণা। তবে সেই ঘোষণায় অবশ্য় মন ভেজেনি শহিদ মিনারের তলায় বসে থাকা সরকারি চাকরিজীবীদের।

বিরোধীদের দাবি, এভাবে চিরকুটে লিখে ডিএর কথা ঘোষণা করা কার্যত নজিরবিহীন। শুভেন্দু অধিকারী বলেন, চিরকুটে লিখে তিনি অরূপ বিশ্বাসের হাতে দেন। সেই চিরকুলেই লেখা ছিল ডিএর কথা। বিজেপি নেতৃত্বের দাবি, গোটা বিষয়টির সঙ্গে জমিদারি প্রথার অনেকটা মিল রয়েছে। বাজেট প্রস্তাবে না লিখে চিরকুটে লিখে যেন ভিক্ষে দিলেন মুখ্য়মন্ত্রী।

কিন্তু কেন বাজেট প্রস্তাবের বাইরে গিয়ে এভাবে নিজে চিরকুটে লিখে ডিএর কথা জানাতে বললেন মুখ্যমন্ত্রী? ওয়াকিবহাল মহলের মতে, শহিদ মিনারের নীচে বসে থাকা আন্দোলনরত সরকারি কর্মীরা বার বারই ডিএর দাবিতে সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তারা। সেক্ষেত্রে সরকারি কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী কতটা সহানুভূতিশীল সেটাই হয়তো প্রমাণ করতে গিয়েছিলেন। কিন্তু এতে কার্যত হিতে বিপরীত হয়ে গিয়েছে। এভাবে চিরকুটে ডিএর কথা ঘোষণাকে মানতে পারছেন না সরকারি কর্মীদের অনেকেই।

ইতিমধ্য়েই আন্দোলনের সুর চড়ানোর ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি পাহাড়প্রমাণ ডি এ রয়েছে। সেই জায়গায় মাত্র ৩ শতাংশ ডি এ দিয়ে তিনি কার্যত সরকারি কর্মীদের ভিক্ষা দিয়েছেন। তবে সরকারি কর্মীদের অপর অংশ অবশ্য এই ডিএর ঘোষণা নিয়ে খুশি। তারা এদিন সবুজ আবীরও খেলেন।