Hate Being Called Sir, Ravindra Jadeja Shared His Reaction For This Know Details

নয়াদিল্লি: জাতীয় দল হোক বা আইপিএল ফ্রাঞ্চাইজি, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ব্যাট, বল হাতে নিজের দলকে বহু ম্যাচ জিতিয়েছেন। দলের হয়ে একের পর এক ম্যাচ জেতানোর এই ক্ষমতার জন্যই তাঁকে ‘স্যার’ ডাকা হয়। বছর চারেক আগে এক সাক্ষাৎকারে ভারতের তারকা অলরাউন্ডার জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিই (Mahendra Singh Dhoni) তাঁকে এই উপাধি দেন। তবে তাঁর এই উপাধি যে একেবারেই পছন্দ নয়, তা সম্প্রতি স্পষ্টভাবে জানিয়ে দিলেন জাডেজা।

‘স্যার’ নয় ‘বাপু’

জাডেজা বলেন, ‘লোকজন আমায় আমার নামে ডাকবে। সেটাই যথেষ্ট। আমার স্যার নামে ডাকটা একেবারেই পছন্দ নয়। যদি তাও ডাকতেই হয়, তাহলে আমায় বাপু নামে ডাকুক, এই ডাকটা আমার পছন্দের। এই স্যার-ভার নামে ডাকা পছন্দ নয়। কেউ আমায় স্যার ডাকলে সেটার সঙ্গে নিজেকে ঠিক মেলাতে পারি না। সম্মান দিয়ে কথা বললেই যথেষ্ট। আপনি করে বা বাপু বলে ডাকলেও হবে।’ প্রসঙ্গত, পাঁচ মাস পরে নিজের আন্তর্জাতিক কামব্যাক ম্যাচে জাডেজা অনবদ্য পারফর্ম করেন। দুই ইনিংস মিলিয়ে মোট সাত উইকেট নেওয়ার পাশাপাশি ৭০ রানেই ইনিংসও খেলেন জাডেজা।

ফিরবেন শ্রেয়স?

চোটের কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরেই ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তো খেলতে পারেননি, মাঠে নামতে পারেননি অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও। তবে মঙ্গলবারই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় শ্রেয়স ফিট এবং তিনি ভারতীয় দলে যোগ দিচ্ছেন। দলে তো যোগ দিয়েছেন, কিন্তু নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) ভারতীয় একাদশে কী খেলার সুযোগ পাবেন শ্রেয়স?

সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কিন্তু জানাচ্ছেন শ্রেয়স সম্পূর্ণ ম্যাচ ফিট হলে তিনি কিন্তু সরাসরি ভারতীয় একাদশে ফিরবেন। তিনি বলেন,’ও যদি ফিট থাকে, ম্যাচে নামার জন্য প্রস্তুত হয়, পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থা থাকে, তাহলে নিঃসন্দেহে ও সরাসরি ভারতীয় একাদশে ফিরবে। সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে ওর তো দলে ফেরারই কথা।’

শ্রেয়স চোট সারিয়ে মাঠে ফিরতে পারায় কিন্তু রাহুল দ্রাবিড় ভীষণই খুশি। তিনি অবশ্য শ্রেয়সের ফিটনেস নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন। বৃহস্পতিবার অনুশীলনের পরেই তাঁকে দ্বিতীয় টেস্টে খেলানো হবে কি না, তা নির্ধারণ করা হবে। ‘চোট সারিয়ে কেউ দলে ফিরলে খুশি তো হয়ই। চোটের কারণে মাঠের বাইরে থাকার অনুভূতিটা না ব্যাক্তিগত, না দলগতভাবে সুখকর। ও ফেরায় আমি ভীষণ খুশি। দুইদিন অনুশীলন করার পরেই ওকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে (বুধবার) দীর্ঘক্ষণ অনুশীলন করেছে ও, বৃহস্পতিবার কেমন অনুশীলন করে সেটা দেখতে হবে।’ বলেন ভারতীয় কোচ।

আরও পড়ুন: সেলফি তোলা নিয়ে ঝামেলা, নাকি অভব্য়তা? ক্রিকেটার পৃথ্বীকে মারধরের অভিযোগ