IND Vs AUS 2nd Test: Pat Cummins Hints At Changes, Travis Head Might Get A Go

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) জিতে তাই সিরিজে ফিরতে মরিয়া হবেন অজিরা। এই ম্যাচের আগে অজিদলে বেশ কিছু বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।

বদলের ইঙ্গিত

প্রথম টেস্টে সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই ট্রাভিস হেডকে একাদশ থেকে বাদ দিয়েছিল অস্ট্রেলিয়া দল। দলের টপ অর্ডারে একগুচ্ছ বাঁ-হাতি ব্যাটার থাকায় হেডের বদলে পিটার হ্যান্ডসকম্বকে একাদশে সুযোগ দেওয়া হয়। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। দ্বিতীয় টেস্টে কিন্তু হেডকে আবার একাদশে ফেরানোরই ইঙ্গিত দিলেন কামিন্স। অজি অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ট্রাভিস সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে এবং নিজের খেলার নিয়ে বেশ খাটছেও। হেড দলের সকলকে সব পরিস্থিতিতেই মাতিয়ে রাখে। প্রথম টেস্ট ম্যাচেও ওকে নিয়ে আলোচনা হয়েছিল এবং এই টেস্টের আগেও ওকে একাদশে সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।’

অপরদিকে, আঙুলের চোটের জন্য মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনকেও নাগপুরে পাইনি অস্ট্রেলিয়া। তাঁরা কী দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন? ‘আমি এই বিষয়ে তেমন কিছু বলতে পারব না। স্টার্কি এবং গ্রিন গতকাল ভালই অনুশীলন করেছে এবং আজ ওদের অবস্থা খতিয়ে দেখা হবে। ওদের বিষয়ে আমি নিশ্চিতভাবে এখনও কিছুই বলতে পারব না। দেখা যাক কী হয়।’ বলেন কামিন্স।

স্টার্কের মন্তব্য

স্টার্কের নিজের কথাতেও তাঁর দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গোটা দলের আগে নয়াদিল্লি পৌঁছে গিয়ে একটি অনুশীলন সেশন করেন বটে, তবে তিনি এখনও খানিকটা দুর্বল রয়েছেন বলেই দাবি স্টার্কের। তারকা অজি বোলার বলেন, ‘এখনও কিছু সমস্যা রয়েছে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকায় এখনও কিছুটা দুর্বলতা তো রয়েইছে। যতটা দ্রুত সেরে উঠব ভেবেছিলাম, ততটা দ্রুত বিষয়টা সারেনি। দেখা যাক কী হয়। দিনের শেষে মেডিক্যাল দল কী বলে, নির্বাচক, প্যাট, রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) কী মনে হয়, তার উপরই সবটা নির্ভর করবে। মাঠে নামার জন্য আমার তরফে যা যা করা দরকার সবটা করব।’

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে বদলে গেল ভারতীয় দলের হোটেলের ঠিকানা, কিন্তু কেন?