‌Kalyani AIIMS: কল্যাণীর বিজেপি বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার, কোন ইস্যুতে এমন ঘটল?

আবার কল্যাণীর বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল। কল্যাণীর এইমস হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে গয়েশপুরে পোস্টার দেওয়া হল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। এই পোস্টার স্থানীয় বাসিন্দারা দেখতে পান। অনেকেই তা নিয়ে হাসাহাসি করেন। আবার প্রবীণ এক নাগরিকের উক্তি, ‘‌ঠিক হয়েছে।’‌ গয়েশপুরের চেকপোস্ট থেকে এইমস হাসপাতাল যাওয়ার রাস্তায় একাধিক পোস্টারে ছয়লাপ হয়েছে।

পোস্টারের বিষয়বস্তু ঠিক কী?‌ গোটা হাসপাতাল লাগোয়া চত্ত্বরে পোস্টারে ছয়লাপ অবস্থা দেখা গিয়েছে। যেখানে লেখা রয়েছে ‘অম্বিকা রায়ের শাস্তি চাই।’ পোস্টারের নীচের দিকে অম্বিকা রায়ের ছবির সঙ্গে আরও তিনজনের ছবি দেওয়া রয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও পরে বিধায়কের অনুগামীরা গিয়ে পোস্টারগুলি ছিঁড়ে দেয়। তবে এই ঘটনা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। কিছুদিন আগে কল্যাণী এইমস চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারীর বিরুদ্ধে। গত ৩০ অগস্ট রানাঘাট থানায় চাকরি দেওয়ার নাম করে বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন জনৈক চাকরিপ্রার্থী।

আর কী অভিযোগ উঠেছিল?‌ বেশ কিছুদিন আগেও কল্যাণী এইমস হাসপাতালে চাকরি কাণ্ডে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, এইমসের ডিরেক্টর রামজি সিং–সহ আরও কয়েকজনের নামে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। এবার একই অভিযোগে নাম উঠল কল্যাণীর বিজেপি বিধায়কের বিরুদ্ধে।

ঠিক কী বলছেন বিজেপি বিধায়ক?‌ এই পোস্টারের বিষয়ে অম্বিকা রায় বলেন, ‘‌বিধানসভা নির্বাচনের আগেও আমার বিরুদ্ধে পোস্টারিং হয়েছিল। তার পরেও মানুষ আমাকে জিতিয়েছেন। জেতার পর মানুষের পাশে থেকে কাজ করছি। যারা আগে পোস্টার লাগিয়েছে, তারাই আবার সক্রিয় হয়ে উঠেছে। অস্থায়ী পদে চুক্তিভিত্তিক কাজে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিধায়ক হিসাবে ১০–১২ জনের নাম সুপারিশ করেছি মাত্র। ইতিমধ্যে এইমসে ৫০০ জনের বেশি এই ধরনের চুক্তিভিত্তিক কাজ করছেন। সেখানে তৃণমূলের বহু লোকও রয়েছেন।’‌ যদিও কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে বলেন, ‘‌আমাদের পোস্টার মারার সময় নেই। বিধায়কের ঘনিষ্ঠরাই এটা করেছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup