Kolkata Metro: কলকাতা মেট্রোর পিলারও এবার নীল সাদা? মেয়রের চিঠিতে নয়া প্রস্তাব

স্কুল থেকে সরকারি অফিস, ব্রিজ থেকে শৌচাগার পশ্চিমবঙ্গের কোণায় কোণায় মুড়ে ফেলা হয়েছে নীল সাদায়। গোটা বাংলা জুড়ে যেদিকেই তাকানো যায় শুধুই নীল সাদা। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে কলকাতা মেট্রোর পিলার। মেট্রোর পিলারগুলিকে নীল সাদা করার ব্য়াপারে ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বলে খবর। তবে এবার মেট্রো কর্তৃপক্ষ তাতে সায় দেয় কি না সেটাই দেখার। তবে মেট্রোর অন্দরমহল সূত্রে খবর, সাধারণত কলকাতার মেয়রের দেওয়া চিঠিকে গুরুত্ব দিয়েই দেখে মেট্রো কর্তৃপক্ষ। মান্যতাও দেয়। সেক্ষেত্রে এবার মেট্রোর পিলার নীল সাদা কবে হয় সেটাই দেখার।

গোটা কলকাতা জুড়ে একেবারে জালের মতো বিছিয়ে যাচ্ছে মেট্রো। একাধিক নতুন রুটেও মেট্রো চালানোর প্রক্রিয়া চলছে। দ্রুতগতিতে কাজ চলছে। মাটির উপর দিয়ে যে মেট্রো যাচ্ছে তার বিরাট আকৃতির পিলার তৈরি করা হয়েছে। সেই পিলারের নীচে সৌন্দর্যায়নের কাজও চলছে পুরোদমে। সেই পিলারের নীচে যে রেলিং রয়েছে তা ইতিমধ্যেই রাজ্যের আওতায় থাকায় তা নীল সাদা রঙ করা হয়েছে। কিন্তু এবার মেট্রোর পিলারকেও নীল সাদা করার জন্য় প্রস্তাব কলকাতা পুরসভার।

এই মর্মে রেল বিকাশ নিগমের কাছে চিঠি পাঠিয়েছেন কলকাতার মেয়র। বলা হয়েছে রাজ্যের থিম কালার হল নীল সাদা। সেক্ষেত্রে সেই থিম কালারের সঙ্গে মিলিয়ে এবার কলকাতা মেট্রোর পিলারগুলিকে নীল সাদা রঙে রাঙিয়ে তোলা হোক। সেক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ যদি এই দাবি মেনে নেয় তবে অদূর ভবিষ্যতে মেট্রোর পিলারও নীল সাদাই হয়ে যাবে। তবে সবটাই নির্ভর করছে মেট্রো কর্তৃপক্ষের সায় দেওয়ার উপর।

তবে পুরসভার এই চিঠিকে কেন্দ্র করে ইতিমধ্যেই খোঁচা দিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা সজল ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই মেট্রোর সম্প্রসারণের কাজকে পিছিয়ে দিয়েছেন। এখন বলছেন নীল সাদার কথা। অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, এটা হলে আপত্তির কী আছে! এটা সৌন্দর্যায়নেরই অংশ।

তবে বিরোধীদের একাংশের দাবি, কেন্দ্রীয় প্রকল্পকে নিজেদের বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বাংলায় রয়েছে। এনিয়ে চাপানউতোর কিছু কম হয়নি। তবে এবার যদি মেট্রো প্রকল্পের পিলারকে নীল সাদা রঙে রাঙিয়ে দিয়ে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে দাবি করে তবে বিষয়টি একেবারেই অন্যরকম হয়ে যাবে।