Mamata Banerjee: মায়ের আবদারে মেদিনীপুরে শিশুর নামকরণ করলেন মমতা, নাম দিলেন…

মেদিনীপুর সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। জেলা সফরে গেলে এভাবেই তিনি সাধারণ মানুষের সঙ্গে বরাবরই মিশে যান। স্কুলের পড়ুয়াদের সামনে পেয়ে তিনি তাদের সঙ্গেও কথা বলেন। স্কুলে সব সুবিধা পাওয়া যাচ্ছে|? পড়ুয়াদের কোনও অভাব অভিযোগ রয়েছে কি না সেব্যাপারেও খোঁজ নেন মমতা। সেই সময় এক শিশুকে দেখতে পেয়ে তাকে কোলে তুলে নেন। এরপর তাকে আদরও করেন। পাশেই ছিলেন শিশুর মা। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন, দিদি সন্তানের একটি নাম রেখে দিন। এরপরই মুখ্যমন্ত্রী ওই শিশুর নামকরণ করেন।

তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি বাচ্চাদের এভাবে কোলে তুলে নিয়েছেন। পাহাড়ে গিয়েও তিনি একাধিকবার বাচ্চাদের মধ্য়ে লজেন্স বিলি করেছেন। তাদের আদর করেছেন। তাদের কোলে তুলে নিয়েছেন। তবে এবার তিনি শিশুর নামকরণও করলেন। তবে এর আগে বিভিন্ন সরকারি প্রকল্পের নামও রেখেছেন তিনি। এমনকী রাজ্য সরকারের একাধিক ভবনের নামও রেখেছেন তিনি। সেই নাম নিয়ে চর্চাও চলেছে পুরোদমে। তবে এদিন শিশুর ঠিক কী নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী?

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওই শিশুর নাম রেখেছেন সবুজশ্রী। এদিকে সরকারি একটি প্রকল্পের নামও রয়েছে ওই নামেই। তবে কি সেই প্রকল্পের সঙ্গে মিলিয়ে মেদিনীপুরের শিশুও নাম পেল সবুজশ্রী? অনেকেই বলছেন, নিঃসন্দেহে অভিনব নাম।

এদিকে এদিন মুখ্য়মন্ত্রীকে সামনে পেয়ে একাধিক ব্যক্তি তাঁদের সমস্যার কথা তাঁর সামনে তুলে ধরেন। এক লটারি বিক্রেতা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে সমস্য়ার কথা জানান। তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানান যে তিনি ঘর পাচ্ছেন না। খুব কষ্টের মধ্য়ে তিনি দিন কাটাচ্ছেন। মুখ্যমন্ত্রী এনিয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।

বৃহস্পতিবার মেদিনীপুর জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও অংশ নেন মুখ্যমন্ত্রী। তিনদিনের জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী।একাধিক সরকারি প্রকল্পের সূচনা করছেন তিনি।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ওয়াকিবহাল মহলের মতে, এবার রাজ্য় বাজেটে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। গ্রামীন রাস্তার উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। কৃষি ক্ষেত্রের, সেচ ব্যবস্থার উন্নতিতে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এটি কর্মসংস্থানমুখী বাজেট। কোটি কোটি ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে বাস্তবে কতজনের কাজের সুযোগ মিলবে সেই প্রশ্নটা থেকেই গিয়েছে।