রমজানের আগে মামুনুল হকের মুক্তি দাবি

আসন্ন রমজানের আগেই মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কারাবন্দি সব আলেমকে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। 

নেতারা অভিযোগ করেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ প্রায় দুই বছর যাবত আলেম উলামাদের বন্দি করে রেখেছে। সরকার অপশক্তিকে খুশি রাখতে চাচ্ছে, আগামী নির্বাচনের বৈতরণী পাড় হবার জন্য। কিন্তু মনে রাখবেন, জনতা জেগে উঠছে। যেনতেন নির্বাচনের চিন্তা বাদ দিন। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এদেশের মানুষ কোনও নির্বাচন মানবে না।

মাওলানা আতাউল্লাহ আমীনের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার রাজীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ সরকারের উদ্দেশ্যে বলেন, ‘জনতার ভাষা বুঝার চেষ্টা করুন। অত্যাচার-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। রমজান বিজয়ের মাস, এই মাসেই আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন,  মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালি,  মাওলানা ফজলুর রহমান, মাওলানা শরীফ হোসাইন, কামাল উদ্দিন ফারুকী, আবু হানিফ নোমান প্রমুখ।