BCCI Chief Selector Chetan Sharma Resigns From His Post, Know In Details

নয়াদিল্লি: ফের ভারতীয় ক্রিকেটে (India Cricket Team) ঝড়। সরে দাঁড়ালেন ভারতের সিনিয়র টিমের প্রধান নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma)। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বোর্ড সচিব জয় শাহর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন চেতন। সেই পদত্যাগপত্র গৃহীতও হয়েছে।

ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত অধ্যায় ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি (Sourav Ganguly and Virat Kohli) দ্বন্দ্ব। তবে এই মুহূর্তে বিরাট যেমন আর ভারতীয় দলের অধিনায়ক নন, তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) আর বিসিসিআই সভাপতি নন। প্রায় বছর খানেক পরে ফের একবার সেই বিতর্ক উসকে দিয়েছিলেন চেতন শর্মা। গোপন ক্যামেরায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। একটি স্টিং অপারেশনে চেতন শর্মাকে বলতে শোনা গিয়েছে, ”বিরাট এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে গিয়েছিল।”

তিনি আরও বলেন, ”সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ বিসিসিআই সভাপতি থাকার সময় বিরাট দলের অধিনায়ক ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।” শুধু এখানেই শেষ নয়। চেতন বলেছিলেন, ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ইঞ্জেকশন নিয়ে মাঠে নামেন। সেইসব ইঞ্জেকশন নিষিদ্ধ নয় বলে ডোপ পরীক্ষায় পার পেয়ে যান। প্রধান নির্বাচকের যে মন্তব্য ঝড় তুলেছিল। আর তারপর থেকেই চেতনের ওপর চাপ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ইস্তফাই দিতে হল চেতনকে।

উল্লেখ্য, বিরাট কোহলি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই টুর্নামেন্টটি হতে চলেছে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার শেষ অধ্যায়। কিন্তু তিনি একবারও বলেননি যে তিনি ওয়ান ডে অধিনায়কত্ব ছাড়তে চান। কিন্তু ওই বিশ্বকাপে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর বিরাট কোহলিকে ওয়ান ডে অধিনায়ক হিসাবেও আর দেখতে চাননি নির্বাচকরা। তবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিরাট সৌরভের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে প্রাক্তন বোর্ড সভাপতিই না কি তাঁকে অধিনায়কের পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন। যদিও সেই মন্তব্য মিথ্যে বলে জানিয়েছেন চেতন শর্মা। এমনকী চেতন শর্মা এমনও জানিয়েছেন যে বিরাটের বদলে রোহিতকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে কোনও ভাবনাচিন্তাই ছিল না সৌরভের আগে থেকে। 

 ২০২০ সালের ডিসেম্বর থেকে প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন চেতন। ২০২২ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড চেতনকে তাঁর পদ থেকে বরখাস্ত করে। কিন্তু এই বছর তাঁকেই আবার বোর্ডের প্রধান নির্বাচক পদে নির্বাচিত করেছিল বিসিসিআই।

আরও পড়ুন: হাসপাতালে শয্য়াশায়ী তারকা ফাস্ট বোলার, চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার